ডাকনাম
মজার কথা হল আমাদের প্রত্যেকের একটি ডাক নাম আছে। এই নামটা সবসময় আমাদের পছন্দ নয়। কোন কোন সময় তো বেশ লজ্জায় ও ফেলে। আমার একটা ডাক নাম ছিল -গুইরাম। ওই নামে আমার জ্যাঠা আমায় ডাকতেন।
বাসে বড় কাউকে পেলে হাতে চাঁদ পেতাম। কেননা টিকিটের পয়সাটা বেঁচে যাবে। ঐ জেঠুকে দেখলে আমার হত ঠিক উল্টো । উনি সামনে থাকলে আমি তাড়াতাড়ি পেছনে চলে যেতাম। কিন্তু ভীড় বাসেও উনি ঠিক আমায় দেখতে পেতেন ।আর লোকজন তোয়াক্কা না করেই চিৎকার করতেন ' গুইরাম, এই গুইরাম, টিকিট কাটোনি তো'।
আমি সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে। সামনে লেডিস সীটে স্কুলগোয়িং মেয়েদের কলকলানি। তাদের সামনে এই নামে ডাকা ! কোন মানে হয় !
কিন্ত জেঠুর কোন ভ্রুক্ষেপ নেই । ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছে "গুইরাম, এই গুইরাম। এই যে এদিকে। আরে আমি তোমার টিকিট নিচ্ছি। তুমি কেটো না। এই যে কন্ডাকটর ভাই, ঐ ছেলেটার ,ঐযে বাচ্চাটা,ওর কাছ থেকে টিকিট নিয়োনা। ঐযে সাদা জামা নীল প্যান্ট পরা ।"
ব্যাস; এরপর সবলোকের চোখই আমার দিকে । চাপা হাসি আর গুইরাম,গুইরাম বলে ফিসফিস মেয়েলি আওয়াজ আমার কান লাল করার জন্য যথেষ্ট।
তোমাদের এরম কোন অভিজ্ঞতা আছে ?
বাসে বড় কাউকে পেলে হাতে চাঁদ পেতাম। কেননা টিকিটের পয়সাটা বেঁচে যাবে। ঐ জেঠুকে দেখলে আমার হত ঠিক উল্টো । উনি সামনে থাকলে আমি তাড়াতাড়ি পেছনে চলে যেতাম। কিন্তু ভীড় বাসেও উনি ঠিক আমায় দেখতে পেতেন ।আর লোকজন তোয়াক্কা না করেই চিৎকার করতেন ' গুইরাম, এই গুইরাম, টিকিট কাটোনি তো'।
আমি সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে। সামনে লেডিস সীটে স্কুলগোয়িং মেয়েদের কলকলানি। তাদের সামনে এই নামে ডাকা ! কোন মানে হয় !
কিন্ত জেঠুর কোন ভ্রুক্ষেপ নেই । ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছে "গুইরাম, এই গুইরাম। এই যে এদিকে। আরে আমি তোমার টিকিট নিচ্ছি। তুমি কেটো না। এই যে কন্ডাকটর ভাই, ঐ ছেলেটার ,ঐযে বাচ্চাটা,ওর কাছ থেকে টিকিট নিয়োনা। ঐযে সাদা জামা নীল প্যান্ট পরা ।"
ব্যাস; এরপর সবলোকের চোখই আমার দিকে । চাপা হাসি আর গুইরাম,গুইরাম বলে ফিসফিস মেয়েলি আওয়াজ আমার কান লাল করার জন্য যথেষ্ট।
তোমাদের এরম কোন অভিজ্ঞতা আছে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৬/২০১৮হেহেহে
-
এম এম হোসেন ০৭/০৮/২০১৭খুব ভাল লাগলো।
-
মোনালিসা ২৭/১১/২০১৬দারুন হইয়েছে
-
জয় ০৪/১০/২০১৬তাও ভাল রাম টা বলেছে , আগের ই টা ঢোক গিলে আর রাম টা উড়িয়ে দিয়ে ডাকলে , বাসে বসে কেউ হাসত না তবে নেমে ফেটে পড়ত ।
-
পরশ ১৯/০৯/২০১৬গুদ
-
পরশ ১১/০৯/২০১৬সুন্দর
-
পরশ ০৭/০৯/২০১৬হে হে
-
মোনালিসা ২১/০৮/২০১৬গুড
-
মোনালিসা ১১/০৮/২০১৬সুন্দর
-
প্রবাল ১৯/০৫/২০১৬অনেক মজার
-
পরশ ১২/০৫/২০১৬খ্ব ভাল
-
পরশ ০৫/০৫/২০১৬ভাই নামে কি এসে যায়।
-
শ্রীরূপা লাহিড়ি ০৪/০৫/২০১৬বেশ ভাল।
-
পরশ ০৪/০৪/২০১৬হা হা হা হা
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০১৬মজার ঘটনা বটে।
আজ আর কেউ তো আপনাকে ওনামে ডাকে না! নাকি ডাকে? -
সোহান শরীফ ২০/০৩/২০১৬অসাধারণ ।
-
নির্ঝর ১৬/০৩/২০১৬মতামুতি
-
নির্ঝর ১৪/০৩/২০১৬খুব ভাল
-
পরশ ১১/০৩/২০১৬ভাল
-
পদ্মনীল ০৮/০৩/২০১৬joss
-
হৃদয় অন্তর ইয়াছিন ০৬/০৩/২০১৬কিছু টা কিন্তু আপনার মত নই, ,বেশ লাগলো।{
-
নির্ঝর ০৬/০৩/২০১৬মজার কথা
-
নির্ঝর ২৮/০২/২০১৬ভাল
-
অ ২৪/০২/২০১৬মজার স্মৃতিচারণ ।