সুপারমুন (বড়চাঁদ)
২৭ সেপ্টেম্বর ২০১৫ ইংরেজী রাতের আকাশে সুপারমুন (বড়চাঁদ) দেখা যাবে। একই সাথে হবে চন্দ্রগ্রহণ (পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে)। দুটো ঘটনা একসাথে ঘটার দৃষ্টান্ত খুবই কম। ২০৩৩ সালে ঘটনাটি আবার ঘটতে পারে। বড়চাঁদের রাতে চন্দ্র ও পৃথিবী কাছাকাছি থাকায় চন্দ্রকে স্বাভাবিকের চেয়ে বড় (১৪%) ও বেশি উজ্জ্বল দেখায়। আবার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় চাঁদকে কিছুটা লালচে দেখায়। রাত ৮:০৭ মিনিটে আংশিক ছায়া পড়া শুরু হবে এবং পূর্ণ ছায়া পড়বে ১০:১১ মিনিটে। ছায়া দেখা যাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ১৪/০৯/২০১৫জেনে খুশি হলাম ।
-
দীপঙ্কর বেরা ০৯/০৯/২০১৫বেশ জানলাম