মহালয়া
বাজেরে বাজে ঢোল বাজেরে বাজে
সাজেরে সাজে মন নতুন সাজে
ঐ শঙ্খধ্বনি শুনি
মায়ের আবাহনী
ভক্ত জনের মন মাঝেরে
শিশিরে ধূয়ে দেব মায়ের চরণ
অঙ্গে জড়িয়ে দেব শত আভরণ
মায়ের হাসি দেখে জুড়াবে নয়ন
মন্দিরে একে একে কত আয়োজন
সন্ধ্যা এলে পরে
সন্ধ্যা আরতি ধরে
ছন্দে আনন্দ বিরাজে রে
আশ্বিন মাসে হয় শুক্লার ছয়
আসে মা নাশে সব ভক্তের ভয়
রাবণের পরাজয় রামের যে জয়
অসতের বিপরীতে সৎ এর বিজয়
অসুরকে বধ করে
সুরের আবাদ করে
দুর্গা মোদের যত কাজেরে
সাজেরে সাজে মন নতুন সাজে
ঐ শঙ্খধ্বনি শুনি
মায়ের আবাহনী
ভক্ত জনের মন মাঝেরে
শিশিরে ধূয়ে দেব মায়ের চরণ
অঙ্গে জড়িয়ে দেব শত আভরণ
মায়ের হাসি দেখে জুড়াবে নয়ন
মন্দিরে একে একে কত আয়োজন
সন্ধ্যা এলে পরে
সন্ধ্যা আরতি ধরে
ছন্দে আনন্দ বিরাজে রে
আশ্বিন মাসে হয় শুক্লার ছয়
আসে মা নাশে সব ভক্তের ভয়
রাবণের পরাজয় রামের যে জয়
অসতের বিপরীতে সৎ এর বিজয়
অসুরকে বধ করে
সুরের আবাদ করে
দুর্গা মোদের যত কাজেরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪ভাল লাগল...
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০৯/২০১৪ভাল লাগলো , আপনার ভক্তি দেখে । অনেক ভাল হয়েছে ।