খৈয়াছড়ার ঝর্ণা
চট্টগ্রামের এত কাছে এত সুন্দর ঝর্ণা আছে খবর পেয়ে শুক্রবার রওনা হলাম আমি, পঙ্কজ দা, দীপেন দা, টিটু দা, রফিক ভাই ও শাহাদাৎ ভাই। অলঙ্কার থেকে অল্প দূরে মীরসরাই এর বড়তাকিয়া বাজারের পূর্ব দিকে মাত্র সাড়ে চার কিলোমিটার পায়ে হাঁটা মেঠোপথে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অবদান খৈয়াছড়ার ঝর্ণা। দেখলাম স্বল্পখরচে স্বল্পসময়ে এমন দৃশ্য দেখার সুযোগ পেয়ে বিভিন্ন জায়গা থেকে শত শত সৌন্দর্যপিপাসু ভ্রমনকারী দলে দলে জমায়েত হচ্ছে খৈয়াছড়ার ঝর্ণাতলে আর অনুভব করছে এক অনাবিল আনন্দ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৯/২০১৪ভাল লাগল জেনে।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০১/০৯/২০১৪ধন্যবাদ