আদর্শ
যে দেশের মাটিতে একটি বীজ পড়লে
অযত্নেও ভরে উঠে ফুলে ও ফসলে;
সুজলা সুফলা শস্য শ্যামলা সমৃদ্ধ দেশ
সে দেশ আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
বারোমাসে ছয়টি ঋতু চক্রাকারে এসে
প্রকৃতিকে নানারূপে সাজায় ভালোবেসে
যেথায় পাহাড়-সাগর-নদীর বিরল সমাবেশ
সে দেশ আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশের আলো বায়ু যা কিছু সম্পদ
সংস্কৃতি ইতিহাস সভ্য সভাসদ
সম্প্রীতি সৌহার্দ্য সুষ্ঠু পরিবেশ
ধরে রাখার প্রতিজ্ঞা করছি হে স্বদেশ!
প্রবাসীরা দেশের কথা পড়ে যখন কাঁদে
দূরে থাকার বেদনায় বুকে পাষাণ বাঁধে
দেশের জন্য মনের মাঝে হয় যে ভাবাবেশ
সে জন বোঝে ‘দেশপ্রেম’; যে ছাড়ে স্বদেশ।
মাতৃভাষা জন্মস্থান সবার কাছে উচ্চ
দেশের মান রক্ষার্থে নিজের প্রাণও তুচ্ছ
মুক্তিযুদ্ধে প্রাণ-মান হলো যাঁদের শেষ
দেশপ্রেমের আদর্শ; শ্রদ্ধার্ঘ্য অশেষ।
অযত্নেও ভরে উঠে ফুলে ও ফসলে;
সুজলা সুফলা শস্য শ্যামলা সমৃদ্ধ দেশ
সে দেশ আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
বারোমাসে ছয়টি ঋতু চক্রাকারে এসে
প্রকৃতিকে নানারূপে সাজায় ভালোবেসে
যেথায় পাহাড়-সাগর-নদীর বিরল সমাবেশ
সে দেশ আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশের আলো বায়ু যা কিছু সম্পদ
সংস্কৃতি ইতিহাস সভ্য সভাসদ
সম্প্রীতি সৌহার্দ্য সুষ্ঠু পরিবেশ
ধরে রাখার প্রতিজ্ঞা করছি হে স্বদেশ!
প্রবাসীরা দেশের কথা পড়ে যখন কাঁদে
দূরে থাকার বেদনায় বুকে পাষাণ বাঁধে
দেশের জন্য মনের মাঝে হয় যে ভাবাবেশ
সে জন বোঝে ‘দেশপ্রেম’; যে ছাড়ে স্বদেশ।
মাতৃভাষা জন্মস্থান সবার কাছে উচ্চ
দেশের মান রক্ষার্থে নিজের প্রাণও তুচ্ছ
মুক্তিযুদ্ধে প্রাণ-মান হলো যাঁদের শেষ
দেশপ্রেমের আদর্শ; শ্রদ্ধার্ঘ্য অশেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।