আকাশ জুড়ে আজ বসেছে
আকাশ জুড়ে আজ বসেছে
মেঘের মিলন মেলা
আয় ছুটে আয় দেখতে সবাই
মেঘ সূর্যের খেলা
মেঘে ঢাকে সূর্যটাকে
সূর্য থাকে মেঘের ফাঁকে
এই দেখিতো এই দেখি না
মেঘেরাও স্থির থাকে না
যায় ভাসিয়ে ভেলা
চল মাকে প্রশ্ন করি
এই কি তাদের লুকোচুরি
কোনটা বড় সূর্য না মেঘ
কে দিয়েছে মেঘেতে বেগ
যায় কোথা সে ভেলা
মেঘের মিলন মেলা
আয় ছুটে আয় দেখতে সবাই
মেঘ সূর্যের খেলা
মেঘে ঢাকে সূর্যটাকে
সূর্য থাকে মেঘের ফাঁকে
এই দেখিতো এই দেখি না
মেঘেরাও স্থির থাকে না
যায় ভাসিয়ে ভেলা
চল মাকে প্রশ্ন করি
এই কি তাদের লুকোচুরি
কোনটা বড় সূর্য না মেঘ
কে দিয়েছে মেঘেতে বেগ
যায় কোথা সে ভেলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৪/০১/২০১৪খুব ভাল লাগল পড়ে। ছোট বেলায় এমনই কৌতূহলের বিষয় ছিল এসব
-
সায়েম খান ০৭/১২/২০১৩ভাল লাগল। আমার ব্লগে বেড়াতে আসবেন।
-
אולי כולנו טועים ০৬/১২/২০১৩besh sundor.