জয় হবেই
মনে মনে করি পণ
বিধি যদি রাজি হন
এ জয় হবেই হবে।
চেষ্টার ত্রুটি নেই
শেষটার ছুটি নেই
অবিরাম চলছে তো চলবে।
ঘুম থেকে উঠে রোজ
চারিদিকে করি খোঁজ
লোকে যা বলুক তাতো বলবে।
তবুও করিনা ভয়
মিথ্যার পরাজয়
একদিন হবেই হবে।
আশা কভূ ছাড়ি না
কেন তবু জানি না
বার বার মনে হয় জিতব।
থেমে যেতে পারি না
কারো ধার ধারি না
সবটুকু শক্তিতে লড়ব।
সব বাধা পেরিয়ে
আধারকে সরিয়ে
সত্যের আলোটাতো জ্বলবে।
বিধি যদি রাজি হন
এ জয় হবেই হবে।
চেষ্টার ত্রুটি নেই
শেষটার ছুটি নেই
অবিরাম চলছে তো চলবে।
ঘুম থেকে উঠে রোজ
চারিদিকে করি খোঁজ
লোকে যা বলুক তাতো বলবে।
তবুও করিনা ভয়
মিথ্যার পরাজয়
একদিন হবেই হবে।
আশা কভূ ছাড়ি না
কেন তবু জানি না
বার বার মনে হয় জিতব।
থেমে যেতে পারি না
কারো ধার ধারি না
সবটুকু শক্তিতে লড়ব।
সব বাধা পেরিয়ে
আধারকে সরিয়ে
সত্যের আলোটাতো জ্বলবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিত্য ০২/১২/২০১৩এরকম উদ্দমই প্রয়োজন আমাদের... সুন্দরভাবে উদ্দীপণা ও প্রত্যয় ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায়... সুন্দর ছান্দিকও হয়েছে লেখাটি...