www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিত্রাণ

সৌরজগতের শেষপ্রান্তের
ওর্ট মেঘ অঞ্চল হতে
দশহাজার বছর ধরে
প্রচণ্ড গতিতে
ছুটতে ছুটতে
সূর্যের কাছাকাছি এসেছে
সূর্যস্পর্শী ধূমকেতু আইসন।
সূর্যের বুকে তার স্থান
হবে কি না জানে না সে
সূর্য যদি ভালোবেসে
বুকে টেনে না নেয়
তবে বিমর্ষ হয়ে
চলে যাবে সে
অনন্ত মহাকাশে
অজানার উদ্দেশ্যে
কখনো ফিরবে না সে।
সূর্য যদি ভালোবেসে
বুকে ধরে রাখে
তবে তার
দশহাজার বছরের
ছুটে চলা সার্থক হবে।
যাকে ভালোবাসে
তার জন্য
সব ছেড়ে ছুটে আসা
সেই ভালোবাসা
পাবে তার কাঙ্ক্ষিত পরিণয়।
যদিও অস্তিত্বের অবসান হবে
তবুও সে মৃত্যু আনন্দময়
শেষতো হবে একসময়
শুধু শেষটা যেন সুন্দর হয়
সূর্যস্পর্শী ধূমকেতুও বোধ হয়
এরকমই একটা পরিত্রাণ চায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৭/১১/২০১৩
    বাহ চমৎকার লিখেছেন দাদা। আমার বাড়িতে নেমন্ত্রণ রইলো।
  • Înšigniã Āvî ২৬/১১/২০১৩
    darun darun
 
Quantcast