প্রণাম
তুমি সৃষ্টি কর বলে তোমায়
নিত্য প্রণাম করি
তুমি ধারণ করে আছ বলে
তোমায় আঁকড়ে ধরি
তুমি ইচ্ছে হলে দিতে পার
ইচ্ছে হলে নিতে পার
রাখ মার সবই কর
শুধুই কৃপা করি
তুমি সৃষ্টি কর বলে তোমায়
নিত্য প্রণাম করি
তোমার তরে জগৎ জুড়ে
কত জনই মরছে ঘুরে
কত জনে সাধন করে
তোমায় স্মরণ করি।
তুমি সৃষ্টি কর বলে তোমায়
নিত্য প্রণাম করি
নিত্য প্রণাম করি
তুমি ধারণ করে আছ বলে
তোমায় আঁকড়ে ধরি
তুমি ইচ্ছে হলে দিতে পার
ইচ্ছে হলে নিতে পার
রাখ মার সবই কর
শুধুই কৃপা করি
তুমি সৃষ্টি কর বলে তোমায়
নিত্য প্রণাম করি
তোমার তরে জগৎ জুড়ে
কত জনই মরছে ঘুরে
কত জনে সাধন করে
তোমায় স্মরণ করি।
তুমি সৃষ্টি কর বলে তোমায়
নিত্য প্রণাম করি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১২/১১/২০১৩khub sundor
-
সায়েম খান ১২/১১/২০১৩চমৎকার লিখেছেন ডাঃ কবি।