বন্ধন
বন্ধু কোন বন্ধনে
আছ আমার মনে
আমি তোমার হয়ে
থাকবো ওগো
জীবনে মরণে-
তুমি মোর আনন্দ
পথের সাথী
ছড়ানো ফুলকে নিলে
মালায় গাঁথি
দিলে ছন্দ
ভুলে দ্বন্দ্ব
আমায় ডেকে নিলে
নব ভুবনে।
তোমার পরশ পেয়ে
খুঁজে পেল প্রাণ
সুর হারানো যত
আনন্দ গান
সুখ ছড়ালে
মন ভরালে
স্বপ্ন সত্যি হল
জাগরণে।
আছ আমার মনে
আমি তোমার হয়ে
থাকবো ওগো
জীবনে মরণে-
তুমি মোর আনন্দ
পথের সাথী
ছড়ানো ফুলকে নিলে
মালায় গাঁথি
দিলে ছন্দ
ভুলে দ্বন্দ্ব
আমায় ডেকে নিলে
নব ভুবনে।
তোমার পরশ পেয়ে
খুঁজে পেল প্রাণ
সুর হারানো যত
আনন্দ গান
সুখ ছড়ালে
মন ভরালে
স্বপ্ন সত্যি হল
জাগরণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ০৮/১১/২০১৩valo laglo ......
-
ওয়াহিদ ০৮/১১/২০১৩valo laglo ......
-
suman ০৬/১১/২০১৩একটি নিপাট সুখময় কবিতা ...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩ভালো লাগা সবসময়।
-
সায়েম খান ০৬/১১/২০১৩ভালবাসা মানুষের জীবনে আমুল পরিবর্তন এনে দেয়। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।