ঝড়
ঝড় এলো এলো ঝড়
পরাণ কাঁপে ডরে,
গত বছর ঘর হারালাম
কালবৈশাখী ঝড়ে
স্বজন হারা ব্যাথা আজো
বুকের মাঝে বাজে,
বছর ঘুরে তবু তারে
ভুলতে পারি না যে
নতুন বছর নতুন করে
আবার মনে পড়ে।
গেল বছর এলো সে যে
আনন্দ না ধরে,
আলোমতির আলো যেন
প্রদীপ জ্বালে ঘরে
শিশুর চোখে যিশুর ভাষা
মনকে মাতাল করে
পরাণ কাঁপে ডরে,
গত বছর ঘর হারালাম
কালবৈশাখী ঝড়ে
স্বজন হারা ব্যাথা আজো
বুকের মাঝে বাজে,
বছর ঘুরে তবু তারে
ভুলতে পারি না যে
নতুন বছর নতুন করে
আবার মনে পড়ে।
গেল বছর এলো সে যে
আনন্দ না ধরে,
আলোমতির আলো যেন
প্রদীপ জ্বালে ঘরে
শিশুর চোখে যিশুর ভাষা
মনকে মাতাল করে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর শওকত ০৫/১১/২০১৩খুব সুন্দর জীবনের গান ।ভাল লেগেছে ।ভাল থাকুন কবি
-
দীপঙ্কর বেরা ০৫/১১/২০১৩বেশ ভাল কাব্য কথা । ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩ভালো করুন দুঃখ গাঁথা।সুন্দর ফুটিয়ে তুলেছেন.।