অশেষ যন্ত্রনা
সবাই শান্তি পেতে
তোমার কাছে করে প্রার্থনা
তারা জানে না যে
জগৎ মানে অশেষ যন্ত্রনা
কত মহাপুরুষ এল গেল
আসবে কতজন
কেউ কি আছে পায়নি আঘাত
ব্যাথার বেদন
যত সৎ, সতী, অসৎ, অসতী,
মহারথি ছিল
অসহ্য যাতনা সবাই
বরণ করে নিল
জগৎ বড় দুঃখময়
তাদেরই বর্ণনা
তারা সবাই জানে
জগৎ মানে অশেষ যন্ত্রনা
জগতে আনন্দ আছে
ক’জন সেটা জানে
যে জেনেছে সে ছুটেছে
শুধু তোমার পানে
মায়ার মালা বিষের জ্বালা
করে অতিক্রম
বিশ্ব মাঝে সকল কাজে
হয়েছে উত্তম
নিজের জন্য কখনো তো
করেনি প্রার্থনা
তারা সবাই জানে
জগৎ মানে অশেষ যন্ত্রনা
তোমার কাছে করে প্রার্থনা
তারা জানে না যে
জগৎ মানে অশেষ যন্ত্রনা
কত মহাপুরুষ এল গেল
আসবে কতজন
কেউ কি আছে পায়নি আঘাত
ব্যাথার বেদন
যত সৎ, সতী, অসৎ, অসতী,
মহারথি ছিল
অসহ্য যাতনা সবাই
বরণ করে নিল
জগৎ বড় দুঃখময়
তাদেরই বর্ণনা
তারা সবাই জানে
জগৎ মানে অশেষ যন্ত্রনা
জগতে আনন্দ আছে
ক’জন সেটা জানে
যে জেনেছে সে ছুটেছে
শুধু তোমার পানে
মায়ার মালা বিষের জ্বালা
করে অতিক্রম
বিশ্ব মাঝে সকল কাজে
হয়েছে উত্তম
নিজের জন্য কখনো তো
করেনি প্রার্থনা
তারা সবাই জানে
জগৎ মানে অশেষ যন্ত্রনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ৩১/১০/২০১৩Ei dharaner kobita bhalo . Besh bhalo
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩আপনার আধ্যাত্মিক কবিতা গুলো খুব ভালো লাগে।
-
Înšigniã Āvî ৩১/১০/২০১৩অনবদ্য....