কৌতুক ৩
১
১ম : এ যুগের ছেলে মেয়েরা বড়ই অভদ্র । গুরুজনদের সালাম দেয় না।
২য় : হ্যাঁ, ঠিক বলেছ ওদের বিশ্লেষণ ক্ষমতা আমাদের চেয়ে একটু বেশি। তাই ওরা বিবেচনা করে সালাম দেয়।
২
১ম: আচ্ছা তোমাকে কে বেশি আদর করে, বাবা না মা?
২য়: দুজনই সমান সমান। কারণ মা ব্যাট করলে বাবা ক্যাচ ধরে, আর বাবা ব্যাট করলে মা।
৩
১ম: দেশের আর দশের মধ্যে একটা বড় মিল আছে জানিস।
২য়: হ্যাঁ, দুটোই শব্দই দ ও শ দিয়ে লেখা হয়।
১ম: শুধু তা নয়। দেশ যা দেয় দশে মিলে তা শেষ করে ।
৪
১ম: কিছুদিন আগে খুব সুন্দর একটা গাড়ি কিনেছি। চিন্তা করছি গাড়িটা অর্ধেক দামে বিক্রি করে দেব।
২য়: অর্ধেক দামে কেন?
১ম: কারণ গতকাল গাড়িটা ভেঙে অর্ধেক হয়ে গেছে।
৫
১ম: ভালবাসা বিনা বাঁচা যায় না।একটা অসাধারণ গান তাই না?
২য়: ঠিকই তো। খারাপ বাসায় দুর্গন্ধ। তাই হয়ে যায় শ্বাসবন্ধ।
৬
১ম: জানিস! বড়লোক হওয়ার সহজ উপায় কি?
২য়: জানি। বিয়ে করবি বড়লোকের একমাত্র ঝি (মেয়ে)।
৭
১ম: এই রিক্সা নিউমার্কেট যাবে?
২য়: আপা, রিক্সা তো কথা বলে না। রিক্সাওয়ালারে জিগান।
৮
১ম: কি বলছিস নব্বই বছর বয়সে তোর দাদুকে তরুণ বলতো?
২য়: বলবে না ! দাদুর নাম যে ছিল তরুণ নন্দী।
৯
১ম: জানিস সেদিন ভুলে আমি কেরোসিন খেয়েছিলাম !
২য়: ইস একটা সলতে দিলে আগুন জ্বালানো যেত।
১০
১ম: এই কথা! তুই বড় বেশি কথা বলিস।
২য়: এটাইতো আমার নামের সার্থকতা।
১ম : এ যুগের ছেলে মেয়েরা বড়ই অভদ্র । গুরুজনদের সালাম দেয় না।
২য় : হ্যাঁ, ঠিক বলেছ ওদের বিশ্লেষণ ক্ষমতা আমাদের চেয়ে একটু বেশি। তাই ওরা বিবেচনা করে সালাম দেয়।
২
১ম: আচ্ছা তোমাকে কে বেশি আদর করে, বাবা না মা?
২য়: দুজনই সমান সমান। কারণ মা ব্যাট করলে বাবা ক্যাচ ধরে, আর বাবা ব্যাট করলে মা।
৩
১ম: দেশের আর দশের মধ্যে একটা বড় মিল আছে জানিস।
২য়: হ্যাঁ, দুটোই শব্দই দ ও শ দিয়ে লেখা হয়।
১ম: শুধু তা নয়। দেশ যা দেয় দশে মিলে তা শেষ করে ।
৪
১ম: কিছুদিন আগে খুব সুন্দর একটা গাড়ি কিনেছি। চিন্তা করছি গাড়িটা অর্ধেক দামে বিক্রি করে দেব।
২য়: অর্ধেক দামে কেন?
১ম: কারণ গতকাল গাড়িটা ভেঙে অর্ধেক হয়ে গেছে।
৫
১ম: ভালবাসা বিনা বাঁচা যায় না।একটা অসাধারণ গান তাই না?
২য়: ঠিকই তো। খারাপ বাসায় দুর্গন্ধ। তাই হয়ে যায় শ্বাসবন্ধ।
৬
১ম: জানিস! বড়লোক হওয়ার সহজ উপায় কি?
২য়: জানি। বিয়ে করবি বড়লোকের একমাত্র ঝি (মেয়ে)।
৭
১ম: এই রিক্সা নিউমার্কেট যাবে?
২য়: আপা, রিক্সা তো কথা বলে না। রিক্সাওয়ালারে জিগান।
৮
১ম: কি বলছিস নব্বই বছর বয়সে তোর দাদুকে তরুণ বলতো?
২য়: বলবে না ! দাদুর নাম যে ছিল তরুণ নন্দী।
৯
১ম: জানিস সেদিন ভুলে আমি কেরোসিন খেয়েছিলাম !
২য়: ইস একটা সলতে দিলে আগুন জ্বালানো যেত।
১০
১ম: এই কথা! তুই বড় বেশি কথা বলিস।
২য়: এটাইতো আমার নামের সার্থকতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৯/০৬/২০১৮খন্ড খন্ড কৌতুক বেশ ভালো লাগলো
-
পরিতোষ ভৌমিক ২৩/১১/২০১৪বেশ ভাল লাগলো কিন্তু ।
-
অমর কাব্য ১৬/০৫/২০১৪jotil pola maiaa
-
suman ১২/১১/২০১৩জমজমাট আয়োজন ...।
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/১০/২০১৩প্রথমটা ঠিক বলেছেন। ছোট বেলায় উড়াধুড়া সালাম দিতাম তার-পর খালি যে উত্তর দিত তারে সালাম দিতাম। আর এখন খুব ভাল পরিচিত কেউ ছাড়া সালাম দেইনা। আমি নিজে ও অবশ্য মাঝে মধ্যে পিচ্ছিদের সালাম পাই নিজের ঢোল নিজে পিটাই !!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩খুবই উপভোগ করলাম।ভালোো লাগলো।
-
Înšigniã Āvî ৩০/১০/২০১৩darun vabe bolechen....
-
রাখাল ৩০/১০/২০১৩হু..হু..হু
-
জহির রহমান ২৯/১০/২০১৩সবগুলোই নতুন পড়ছি। বেশ ভালো লাগল। শুভেচ্ছা আপনাকে শেয়ার করার জন্য।