বেশি ন ডাকিস
ও মাইয়ারে , মা বাবরে
মায়া গরি আর ধরি ন রাখিস
সময় হইলে যন পরিব
পরর মা বাপ আপন অইব
মনত রাখিস
মাইয়া বেশি ন ডাকিস।
বাবর ঘরত কত আদর
মা ভইন ভাই বেরাদর
ফালাইয়েরে যন পরিব
খেয়াল রাখিস।
মাইয়া বেশি ন ডাকিস।
যেদিন বিয়ার ফুল ফুটিব
জামাই তোরে নিতো আইব
মা বাবেও ছাড়ি দিব
আর ন কান্দিস।
মাইয়া বেশি ন ডাকিস।
কবিতাটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখা।
মায়া গরি আর ধরি ন রাখিস
সময় হইলে যন পরিব
পরর মা বাপ আপন অইব
মনত রাখিস
মাইয়া বেশি ন ডাকিস।
বাবর ঘরত কত আদর
মা ভইন ভাই বেরাদর
ফালাইয়েরে যন পরিব
খেয়াল রাখিস।
মাইয়া বেশি ন ডাকিস।
যেদিন বিয়ার ফুল ফুটিব
জামাই তোরে নিতো আইব
মা বাবেও ছাড়ি দিব
আর ন কান্দিস।
মাইয়া বেশি ন ডাকিস।
কবিতাটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখা।
অনুবাদঃ ও মেয়ে! তুই মা বাবাকে মায়া করে আর ধরে রাখিস না। সময় হলে যেতে হবে। পরের মা বাপ আপন হবে। মনে রাখিস। মেয়ে বেশি ডাকিস না। বাবার ঘরের অনেক আদর, মা, বোন, ভাই, স্বজনকে ফেলে চলে যেতে হবে তা খেয়াল রাখিস।মেয়ে বেশি ডাকিস না। যেদিন বিয়ের ফুল ফুটবে, জামাই তোকে নিতে আসবে, মা বাবাও ছেড়ে দিবে আর কান্দিস না।মেয়ে বেশি ডাকিস না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ২৮/১০/২০১৩
-
রাখাল ২৮/১০/২০১৩ভাল লাগলো ।
-
Înšigniã Āvî ২৮/১০/২০১৩osadharon...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩খুব ভালো লাগলো আপনার আঞ্চলিক কবিতা।এর আগেও আঞ্চলিক কবিিতা লিখছেন।সবসময়ই ভালো লাগলো।আরও প্রত্যাশা করি।শুভকামনা আপনার জন্য।
এমনিতে যতটুকুন বুঝেছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ নিন।