www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানতে ইচ্ছে করে

আমার আশেপাশে লোকে হাসে
আনন্দে গান গায়
দেখে ভাবি তোমার মতো
দয়াল কেউ নাই
যখন তারা দুঃখে ভাসে
শোকে মূর্ছা যায়
মনে হয় তোমার মতো
নিষ্ঠুর বুঝি নাই
তুমি দয়াল নাকি নিঠুরিয়া
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে

অসীম আকাশ অতল সাগর
গগণচুম্বী গিরি
বিশালতা প্রমাণ করে
সারা বিশ্ব জুড়ি
ক্ষুদ্র কীট পতঙ্গ আর
অণু পরমাণু
সুক্ষ্ম ভাবে শক্তি রূপে
তোমারইতো তনু
তুমি বৃহৎ নাকি ক্ষুদ্র আকার
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে

প্রাণ মন আত্মা রূপে
অন্তরেতে থাক
খাঁচার পাখি হয়ে খাঁচা
কেমনে ধরে রাখ
আমার মাঝে আছ যেমন
আছ সবার মাঝে
অচলের অচলত্বে
সচলের সব কাজে
তুমি ভেতরে না বাইরে আছ
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।আপনার এই জাতীয় বেশ কবিতা পড়েছি।ভালো লাগে সবসময়।শুভকামনা আপনার জন্য।
  • কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩
    আমার আমিকে খুঁজে ফিরি নিতি
    আমার আমি রে নাহি পাই,
    আমার ভেতরে নিয়ত জ্বলিছে
    তোমারই রোশনাই।

    খুবই আধ্যাত্মিক চেতনার কবিতা। ভালো হয়েছে। ভালো থেকো কবি।
 
Quantcast