জানতে ইচ্ছে করে
আমার আশেপাশে লোকে হাসে
আনন্দে গান গায়
দেখে ভাবি তোমার মতো
দয়াল কেউ নাই
যখন তারা দুঃখে ভাসে
শোকে মূর্ছা যায়
মনে হয় তোমার মতো
নিষ্ঠুর বুঝি নাই
তুমি দয়াল নাকি নিঠুরিয়া
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
অসীম আকাশ অতল সাগর
গগণচুম্বী গিরি
বিশালতা প্রমাণ করে
সারা বিশ্ব জুড়ি
ক্ষুদ্র কীট পতঙ্গ আর
অণু পরমাণু
সুক্ষ্ম ভাবে শক্তি রূপে
তোমারইতো তনু
তুমি বৃহৎ নাকি ক্ষুদ্র আকার
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
প্রাণ মন আত্মা রূপে
অন্তরেতে থাক
খাঁচার পাখি হয়ে খাঁচা
কেমনে ধরে রাখ
আমার মাঝে আছ যেমন
আছ সবার মাঝে
অচলের অচলত্বে
সচলের সব কাজে
তুমি ভেতরে না বাইরে আছ
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
আনন্দে গান গায়
দেখে ভাবি তোমার মতো
দয়াল কেউ নাই
যখন তারা দুঃখে ভাসে
শোকে মূর্ছা যায়
মনে হয় তোমার মতো
নিষ্ঠুর বুঝি নাই
তুমি দয়াল নাকি নিঠুরিয়া
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
অসীম আকাশ অতল সাগর
গগণচুম্বী গিরি
বিশালতা প্রমাণ করে
সারা বিশ্ব জুড়ি
ক্ষুদ্র কীট পতঙ্গ আর
অণু পরমাণু
সুক্ষ্ম ভাবে শক্তি রূপে
তোমারইতো তনু
তুমি বৃহৎ নাকি ক্ষুদ্র আকার
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
প্রাণ মন আত্মা রূপে
অন্তরেতে থাক
খাঁচার পাখি হয়ে খাঁচা
কেমনে ধরে রাখ
আমার মাঝে আছ যেমন
আছ সবার মাঝে
অচলের অচলত্বে
সচলের সব কাজে
তুমি ভেতরে না বাইরে আছ
জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩ভালো লাগলো।আপনার এই জাতীয় বেশ কবিতা পড়েছি।ভালো লাগে সবসময়।শুভকামনা আপনার জন্য।
-
কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩আমার আমিকে খুঁজে ফিরি নিতি
আমার আমি রে নাহি পাই,
আমার ভেতরে নিয়ত জ্বলিছে
তোমারই রোশনাই।
খুবই আধ্যাত্মিক চেতনার কবিতা। ভালো হয়েছে। ভালো থেকো কবি।