www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁকা চোখে

বাঁকা চোখে দেখো না কো,
চোখে রাখো চোখ
ভাল যদি বেসে থাকো,
নেই তো অভিযোগ।
আমাকে ডাকলে
তোমাকে তো না বলব না।

জানি আমি ও চোখেতে
আছে পিপাসা
বারে বারে চুপিসারে
তাইতো জিজ্ঞাসা।
এ হৃদয় চাইলে
তোমাকে তো না বলব না।

লাজুক লাজুক দুটি ঠোঁটে
আছে অভিলাষ
কোন বাঁধন মানে না মন
চায় পেতে সুবাস।
তোমারই স্বপ্নে
জড়ালে তো না বলব না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast