বাঁকা চোখে
বাঁকা চোখে দেখো না কো,
চোখে রাখো চোখ
ভাল যদি বেসে থাকো,
নেই তো অভিযোগ।
আমাকে ডাকলে
তোমাকে তো না বলব না।
জানি আমি ও চোখেতে
আছে পিপাসা
বারে বারে চুপিসারে
তাইতো জিজ্ঞাসা।
এ হৃদয় চাইলে
তোমাকে তো না বলব না।
লাজুক লাজুক দুটি ঠোঁটে
আছে অভিলাষ
কোন বাঁধন মানে না মন
চায় পেতে সুবাস।
তোমারই স্বপ্নে
জড়ালে তো না বলব না।
চোখে রাখো চোখ
ভাল যদি বেসে থাকো,
নেই তো অভিযোগ।
আমাকে ডাকলে
তোমাকে তো না বলব না।
জানি আমি ও চোখেতে
আছে পিপাসা
বারে বারে চুপিসারে
তাইতো জিজ্ঞাসা।
এ হৃদয় চাইলে
তোমাকে তো না বলব না।
লাজুক লাজুক দুটি ঠোঁটে
আছে অভিলাষ
কোন বাঁধন মানে না মন
চায় পেতে সুবাস।
তোমারই স্বপ্নে
জড়ালে তো না বলব না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
-
জহির রহমান ২৬/১০/২০১৩এক কথায় চমৎকার।
শুভেচ্ছা হে কবি! -
দীপঙ্কর বেরা ২৬/১০/২০১৩Bhalo .
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩ভালো সবসময় যেমন লাগে।ধন্যবাদ কবিতা র জন্য।
"বাঁকা চোখে বলোনা ...
কথা বলো চোখে চোখ রেখে..."
বেশ রোমান্টিক কবিতা । পড়ে ভালো লাগলো ।।