প্রতীক্ষা
কি কথা তোমাকে বলতে চেয়েছি
শুনতে চাওনি কভু
নানা ছলে আর কৌশলে তা
বোঝাতে গিয়েছি তবু
ফিরিয়ে দিয়েছ অবহেলা ভরে
আভিজাত্য নিয়ে
কাঙ্গালের মত দুয়ারে সতত
প্রতীক্ষীত প্রিয়ে
জীবন প্রদীপ জ্বলতে জ্বলতে
হয়ে এল নিভু নিভু
দেখতে চায় যে শুধু এ নয়ন
তোমার একটু হাসি
দূর থেকে দেখে হয়ে উঠে মন
আনন্দ উচ্ছ্বাসী
এটুকু করুণা পাব কি পাব না
এইতো ভাবনা প্রভূ।
শুনতে চাওনি কভু
নানা ছলে আর কৌশলে তা
বোঝাতে গিয়েছি তবু
ফিরিয়ে দিয়েছ অবহেলা ভরে
আভিজাত্য নিয়ে
কাঙ্গালের মত দুয়ারে সতত
প্রতীক্ষীত প্রিয়ে
জীবন প্রদীপ জ্বলতে জ্বলতে
হয়ে এল নিভু নিভু
দেখতে চায় যে শুধু এ নয়ন
তোমার একটু হাসি
দূর থেকে দেখে হয়ে উঠে মন
আনন্দ উচ্ছ্বাসী
এটুকু করুণা পাব কি পাব না
এইতো ভাবনা প্রভূ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩চমৎকার!
-
জহির রহমান ২৫/১০/২০১৩কি কথা তোমাকে বলতে চেয়েছি
শুনতে চাওনি কভু
নানা ছলে আর কৌশলে
বুঝাতে গিয়েছি তবু।
- সুন্দর লিখেছেন।
প্রথমে ভেবেছি প্রেয়সীর প্রতি আকুলতার প্রকাশ ।
তারপর পড়তে পড়তে শেষে এসে মনে হলো সৃষ্টিকর্তার বন্দনা ।
লালন যেমন তার গানে প্রেমের কথা বলে আমার কিশোরকালকে করেছে বিভ্রান্ত...মনে করতাম ওসব বুঝি জাগতিক প্রেমের গান ... পরে বড় হয়ে বুঝলাম ওই গানগুলো স্রষ্টাকে নিয়ে গাওয়া ।
আপনার কবিতাটাও তেমনই বিভ্রান্ত করে, শেষে মনে হলো স্রষ্টাকে নিয়ে লেখা ।
আমার ভুলও হতে পারে...
শুভেচ্ছা রইল, প্রবীর ।।