আন্তরিকতা
যদি অন্তরে অন্তর মিল খুঁজে পায়
সে মিল থেকে হয় আন্তরিকতা,
যদি মন খুঁজে পায় মন মনেরই মতন
তবেই প্রাণে জাগে শত ব্যাকুলতা।
কাছে কিবা দূরে থাক কি যায় আসে,
স্মৃতি হয়ে সারাক্ষণ সেই মুখ ভাসে;
ছায়া হয়ে জড়িয়ে রাখে বাহুপাশে,
হৃদয়ে হৃদয়ে চলে স্বপ্নিল কথা।
প্রাণ করে আনচান প্রাণেরে পেতে,
ক’জন পারে সেই প্রাণটারে নিতে;
যে জন বোঝে মন পারে সে চিনিতে,
ইশারায় বুঝে নেয় কত আকুলতা।
সে মিল থেকে হয় আন্তরিকতা,
যদি মন খুঁজে পায় মন মনেরই মতন
তবেই প্রাণে জাগে শত ব্যাকুলতা।
কাছে কিবা দূরে থাক কি যায় আসে,
স্মৃতি হয়ে সারাক্ষণ সেই মুখ ভাসে;
ছায়া হয়ে জড়িয়ে রাখে বাহুপাশে,
হৃদয়ে হৃদয়ে চলে স্বপ্নিল কথা।
প্রাণ করে আনচান প্রাণেরে পেতে,
ক’জন পারে সেই প্রাণটারে নিতে;
যে জন বোঝে মন পারে সে চিনিতে,
ইশারায় বুঝে নেয় কত আকুলতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৪/১০/২০১৩ভাল । বেশ ভাল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩ভালো লাগলো।
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩ওয়াও !
দারুণ রোমান্টিক !
পড়তে বেশ লাগছিল মিষ্টি কবিতা ।
শুভেচ্ছা কবির জন্যে ।।