মাতৃভূমি
আমি দেখেছি সাগর নদী দেখেছি পাহাড়,
একই অঙ্গে এত রূপ অপরূপ যার-
সে আমার চিরচেনা বাংলা আমার।
পাহাড়ের মত তার বুকে কী যে সুখ,
ভোরের আকাশ যেন হাসিমাখা মুখ।
কালো কেশ মেঘ হয়ে ওড়ে আকাশে,
অভিমানে বর্ষার বৃষ্টিতে ভাসে।
সাঁঝের আকাশ রাঙা দু’চরণ যার।
সে আমার চিরচেনা বাংলা আমার।
বৃক্ষ লতা তার হাতের মত,
মায়ার বাঁধনে মোরে জড়ায় কত।
চন্দ্র সূর্য দুটি বিশাল নয়ন,
চোখে চোখে রাখে মোরে যেন অনুক্ষণ।
আমরণ ছোঁয়া পেতে চাই আমি যার।
সে আমার চিরচেনা বাংলা আমার।
একই অঙ্গে এত রূপ অপরূপ যার-
সে আমার চিরচেনা বাংলা আমার।
পাহাড়ের মত তার বুকে কী যে সুখ,
ভোরের আকাশ যেন হাসিমাখা মুখ।
কালো কেশ মেঘ হয়ে ওড়ে আকাশে,
অভিমানে বর্ষার বৃষ্টিতে ভাসে।
সাঁঝের আকাশ রাঙা দু’চরণ যার।
সে আমার চিরচেনা বাংলা আমার।
বৃক্ষ লতা তার হাতের মত,
মায়ার বাঁধনে মোরে জড়ায় কত।
চন্দ্র সূর্য দুটি বিশাল নয়ন,
চোখে চোখে রাখে মোরে যেন অনুক্ষণ।
আমরণ ছোঁয়া পেতে চাই আমি যার।
সে আমার চিরচেনা বাংলা আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১০/২০১৩অসাধারণ ডাক্তার দা
পড়তে পড়তে যেন তেমনই সুবাস পেলাম ...স্নিগ্ধ কবিতায় মুগ্ধতা ।।