একাকী
কিছু সময় থাকব একা
লয়ে আপনারে
শিখব তা যা হয়নি শেখা
দেখব তা যা হয়নি দেখা
জানব অজানারে
বুঝব যে সব হয়নি বোঝা
খুঁজব যারে হয়নি খোঁজা
ফেলে দিয়ে কাজের বোঝা
চিনব অচেনারে
এমন পদ দিলে বিধি
করলে তোমার প্রতিনিধি
কি বুঝিব গতিবিধি
ভবের সংসারে
লয়ে আপনারে
শিখব তা যা হয়নি শেখা
দেখব তা যা হয়নি দেখা
জানব অজানারে
বুঝব যে সব হয়নি বোঝা
খুঁজব যারে হয়নি খোঁজা
ফেলে দিয়ে কাজের বোঝা
চিনব অচেনারে
এমন পদ দিলে বিধি
করলে তোমার প্রতিনিধি
কি বুঝিব গতিবিধি
ভবের সংসারে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩চমৎকার ভাব নিয়ে কবিতা লিখেছেন দাদা।
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩দারুণ !
থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটারে...এই সুবাসটা পেলাম...
খুব সুন্দর কবিতা ।
শুভেচ্ছা জানাই ।
আচ্ছা 'প্রবীর' না কি 'নয়ন' কোনটাতে সাচ্ছন্দ্য বোধ বেশি করেন ? -
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১০/২০১৩মুগ্ধ করেছে দাদা