কৌতুক-২
১
১ম: মিছে কল করলে তাকে বলে মিসকল।
২য়: আর পিছে কল করলে তাকে কি বলে?
১ম: কেন পিসকল!
২
১ম: কে যেন আমাকে রোজ মিস কল দেয়।
২য়: এটাতো সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে অন্তত
একজনতো তোকে মিস করে।
৩
১ম: বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে।
কিছুক্ষণ আগে একটা এ্যাকসিডেন্ট দেখলাম।
২য়: শব্দটা ইনসিডেন্ট হবে।
১ম: সে কি দূর্ঘটনাকে ঘটনা বলবো কেন?
২য়: কারণ সেটা স্রষ্টা পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
৪
১ম: আগের অনুষ্ঠানের চেয়ে এবার তোর তানটা ভালো হয়েছে।
২য়: তা তো হবেই আগের অনুষ্ঠানেতো মুখে মশা ঢুকেনি ।
৫
১ম: ধন্যবাদ। ভাই আপনি একজন সমঝদার শ্রোতা।
সবাই চলে গেছে অথচ আপনি বসে আছেন।
২য়: কি করব আপনি যে পাটিতে বসেছেন সেটাতো নিতে হবে।
৬
১ম: কাল আমার জন্মদিন তুই এলে খুশি হবো।
২য়: ভুল বললি। কাল তোর জন্মবার্ষিকী।
১ম: সবাই যে বলে হ্যাপি বার্থ ডে।
২য়: তুই শুরু কর। দেখবি সবাই বলবে-
‘হ্যাপি বার্থ এ্যানিভারসারি’।
৭
১মঃ তোমার জন্য আমি কত সময় অপেক্ষা করলাম। অথচ তুমি বলছ আমাকে বিয়ে করবে না। এটা কি যুক্তিসঙ্গত?
২য়ঃ অবশ্যই। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
৮
১ম: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে- এই রবীন্দ্রসঙ্গীতটা চমৎকার না?
২য়: হ্যাঁ সুরটা ভাল। তবে কথা একটু এলোমেলো। মনে হয় গানটা রবীন্দ্রনাথ বুড়ো বয়সে লিখেছেন; নইলে নজরুলের মতো লাথি মার ভাঙরে তালা লিখতেন।
৯
১ম: হৈমন্তী গল্পের অপু আরেকটু সাহসী হলে হৈমন্তী মরতো না।
২য়: তা ঠিক। তবে তা অপূর জন্য দূর্ভাগ্যের হতো। কারণ কথায় বলে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ।
১০
১ম: তোমার জন্য আমি মরতে রাজি আছি।
২য়: তাহলে আমি কার জন্য বেঁচে থাকব।
১ম: তাইতো। চল এক মরণে দুজন মরি।
২য়: তাতে লাভ কি হবে ?
১ম: কেন ! আর জনমে হংস মিথুন হব।
১ম: মিছে কল করলে তাকে বলে মিসকল।
২য়: আর পিছে কল করলে তাকে কি বলে?
১ম: কেন পিসকল!
২
১ম: কে যেন আমাকে রোজ মিস কল দেয়।
২য়: এটাতো সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে অন্তত
একজনতো তোকে মিস করে।
৩
১ম: বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে।
কিছুক্ষণ আগে একটা এ্যাকসিডেন্ট দেখলাম।
২য়: শব্দটা ইনসিডেন্ট হবে।
১ম: সে কি দূর্ঘটনাকে ঘটনা বলবো কেন?
২য়: কারণ সেটা স্রষ্টা পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
৪
১ম: আগের অনুষ্ঠানের চেয়ে এবার তোর তানটা ভালো হয়েছে।
২য়: তা তো হবেই আগের অনুষ্ঠানেতো মুখে মশা ঢুকেনি ।
৫
১ম: ধন্যবাদ। ভাই আপনি একজন সমঝদার শ্রোতা।
সবাই চলে গেছে অথচ আপনি বসে আছেন।
২য়: কি করব আপনি যে পাটিতে বসেছেন সেটাতো নিতে হবে।
৬
১ম: কাল আমার জন্মদিন তুই এলে খুশি হবো।
২য়: ভুল বললি। কাল তোর জন্মবার্ষিকী।
১ম: সবাই যে বলে হ্যাপি বার্থ ডে।
২য়: তুই শুরু কর। দেখবি সবাই বলবে-
‘হ্যাপি বার্থ এ্যানিভারসারি’।
৭
১মঃ তোমার জন্য আমি কত সময় অপেক্ষা করলাম। অথচ তুমি বলছ আমাকে বিয়ে করবে না। এটা কি যুক্তিসঙ্গত?
২য়ঃ অবশ্যই। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
৮
১ম: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে- এই রবীন্দ্রসঙ্গীতটা চমৎকার না?
২য়: হ্যাঁ সুরটা ভাল। তবে কথা একটু এলোমেলো। মনে হয় গানটা রবীন্দ্রনাথ বুড়ো বয়সে লিখেছেন; নইলে নজরুলের মতো লাথি মার ভাঙরে তালা লিখতেন।
৯
১ম: হৈমন্তী গল্পের অপু আরেকটু সাহসী হলে হৈমন্তী মরতো না।
২য়: তা ঠিক। তবে তা অপূর জন্য দূর্ভাগ্যের হতো। কারণ কথায় বলে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ।
১০
১ম: তোমার জন্য আমি মরতে রাজি আছি।
২য়: তাহলে আমি কার জন্য বেঁচে থাকব।
১ম: তাইতো। চল এক মরণে দুজন মরি।
২য়: তাতে লাভ কি হবে ?
১ম: কেন ! আর জনমে হংস মিথুন হব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমর কাব্য ২৫/০৫/২০১৪খুভ নাইস
-
জুেয়ল রানা ২৮/১০/২০১৩খুব ভাল হইছে...................
-
মাধব কুমার সরকার ২৭/১০/২০১৩খুব ভাল।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১০/২০১৩চমৎকার
-
Înšigniã Āvî ১১/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩হা হা হা দারুণ