রহস্য
শত গ্রন্থ মাঝে তোমায় খুঁজে
ক’জনে পায় দেখা
তোমায় নিয়ে এক এক খানে
এক এক রকম লেখা
কেউ বলেছে সবাই তোমার
তবু তুমি একা
কেউ বলেছে তুমি সবার
অন্তরেতে রাখা
ওদের কথা দ্বন্দ্বে ভরা
মন্দ আঁকাবাঁকা
তোমায় নিয়ে এক এক খানে
এক এক রকম লেখা
কেউ বা বলে ঐ আকাশে
তোমার বসবাস
কেউ বা বলে শ্বাস প্রশ্বাসে
তুমি যে বিশ্বাস
কোনটা সঠিক কোনটা যে ভুল
কী রহস্য মাখা।
তোমায় নিয়ে এক এক খানে
এক এক রকম লেখা
ক’জনে পায় দেখা
তোমায় নিয়ে এক এক খানে
এক এক রকম লেখা
কেউ বলেছে সবাই তোমার
তবু তুমি একা
কেউ বলেছে তুমি সবার
অন্তরেতে রাখা
ওদের কথা দ্বন্দ্বে ভরা
মন্দ আঁকাবাঁকা
তোমায় নিয়ে এক এক খানে
এক এক রকম লেখা
কেউ বা বলে ঐ আকাশে
তোমার বসবাস
কেউ বা বলে শ্বাস প্রশ্বাসে
তুমি যে বিশ্বাস
কোনটা সঠিক কোনটা যে ভুল
কী রহস্য মাখা।
তোমায় নিয়ে এক এক খানে
এক এক রকম লেখা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩সকল ধর্ম মতকে আপনি একজায়গায় করে প্রভুকে অনুসন্ধান করছেন। যদিও বিষয় টি জটিল। তবুও আপনি আপনার চেষ্টায় সফল। কেননা প্রভু সর্বদাই রহস্যময়।
-
Înšigniã Āvî ১০/১০/২০১৩বাহ.......দুর্দান্ত, অনবদ্য ।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/১০/২০১৩অনবদ্য ডাক্তার দা
-
সামসুল আলম দোয়েল ০৯/১০/২০১৩বাহ! চমৎকার। ভাল লাগল। প্রভুকে পেতে হলে আরো গবেষণা আর ভাবনার প্রযোজন। কোনটা ভুল কোনটা ঠিক তাও পেয়ে যাবেন আশা করি।