ধ্রুবতারা
বিধিরে
তোর লীলা বোঝা ভার,
যারে আমি অন্তরেতে
রাখিলাম যতনেতে,
সে যদি যায় অন্তর হতে
থাকে কি আমার।
যারে তুমি জন্ম দিলা
মৃত্যু দিলা সাথে,
কাছে তারে আসতে দিয়া
রাখিলা তফাতে।
এ জীবনের ভাঙা গড়া
সবই যে তোমার।
কত কিছু যায় হারিয়ে
থাকে ধ্রুবতারা,
দিন চলে যায় থাকে স্মৃতি
সুখে দুখে ভরা।
আনন্দেরই স্মৃতি গুলো
মুছো না আমার।
তোর লীলা বোঝা ভার,
যারে আমি অন্তরেতে
রাখিলাম যতনেতে,
সে যদি যায় অন্তর হতে
থাকে কি আমার।
যারে তুমি জন্ম দিলা
মৃত্যু দিলা সাথে,
কাছে তারে আসতে দিয়া
রাখিলা তফাতে।
এ জীবনের ভাঙা গড়া
সবই যে তোমার।
কত কিছু যায় হারিয়ে
থাকে ধ্রুবতারা,
দিন চলে যায় থাকে স্মৃতি
সুখে দুখে ভরা।
আনন্দেরই স্মৃতি গুলো
মুছো না আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১০/২০১৩খুব গভীর থেকে লেখা।ভালোো লাগলো।
-
রোদের ছায়া ০৮/১০/২০১৩গান মনে হল এটা! বেশ ভালো। শুভকামনা থাকলো।
-
אולי כולנו טועים ০৮/১০/২০১৩অনবদ্য কাব্যরূপ !
-
সুবীর কাস্মীর পেরেরা ০৮/১০/২০১৩অনবদ্য ডাক্তার দা
পাঠকের, আমার মন ছুঁয়ে গেল ।