www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনচেতা

এক ভদ্রলোকের স্বাধীনচেতা স্ত্রী সদ্য পরিচিত এক মোবাইল বন্ধুর সাথে দিনের অধিকাংশ সময় কথা বলে কাটায়। এতে সংসারের বিভিন্ন কাজে ব্যাঘাত হচ্ছে দেখে স্বামী তাকে একটি নির্দিষ্ট সময় ঠিক করে আলাপ চালাতে অনুরোধ করেন। এতে স্ত্রী তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ভেবে কথা বলার সময় আরো বাড়িয়ে দেয়। ফলে পরিবার ছেলে মেয়েদের সময় দিতে পারে না।  এতে পরিবারে প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাধ্য হয়ে স্বামী সিম কার্ডটি কেড়ে নেয়। স্ত্রী তা আবার তুলে আনে। এবার মোবাইল সেটটিও নিয়ে নেয়। স্ত্রী আরেকটি সেট কিনে। আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়। তাতেও কোন কাজ হয় না। তখন সবার পরামর্শে আলোচনার মাধ্যমে আদালতের শরণাপন্ন হয়ে স্ত্রীকে পরিত্যাগ করে। কিছুদিন পর সেই বন্ধুও ফোন করা বন্ধ করে দেয়। স্ত্রী তার ভুল বুঝতে পারে। কিন্তু তখন আর করার কিছুই থাকে না।

‘শস্তি এড়াতে গেলে, লঘুপাপে গুরুদণ্ড মেলে।’
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১১৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুবই ভালো লাগলো।
  • বাস্তব দাদা। দাঁত থকতে কেউ দাঁতের মযাদা বুঝে না।
  • Înšigniã Āvî ০৫/১০/২০১৩
    sad
  • אולי כולנו טועים ০৫/১০/২০১৩
    অনিন্দ সুন্দর।
    মুগ্ধ হয়ে পড়লাম ll

    এক বিখ্যাত মনীষীর স্মরণীয় বাণী -

    "তুমি যদি দু'জনকে ভালবাস,
    তবে তুমি দ্বিতীয় জনের সাথে যাও -
    কেননা, তুমি যদি প্রথম জনকে
    সত্যিই ভালবাসতে তবে তুমি
    দ্বিতীয় জনকে, ভালবাসতে পারতেনা !
    তাই, তুমি প্রথম জনকে ভালবাসনা।
    সেখানে তুমি শান্তি পাবেনা -
    তোমার মনে রয়েই যাবে
    দ্বিতীয় জন।"
 
Quantcast