www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশীর্বাদ

জন্মেছ তুমি নতুন নামে যে
এসেছ এবার আধুনিক সাজে
এনেছ খবর আমাদের মাঝে
নতুন সন্ধিক্ষণের।

তোমারে ধারণ করিয়া পৃথিবী
করে কীর্ত্তন গ্রহ তারা রবি
রচিল কবিতা কত মহাকবি
হয়েছ সর্বজনের।

আপনারে দাও সবার করিয়া
চির নতুনেরে লও গো বরিয়া
সকল দুঃখ হনন করিয়া
শোনাও সুখের বাণী।

স্বর্ণ শিখরে করি আরোহণ
আনন্দে ভরে তোল ত্রিভূবন
জগৎ জুড়িয়া শ্রেষ্ঠ আসন
জয় কর মহারাণী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
    • ধন্যবাদ সাখাওয়াৎ। আপনার দুটি হিয়ার একই ব্যথা
      কবিতাটি বেশ বিষ্ময় জাগায়। এরকম কি হয়!
      • হ্যাঁ ডাক্তার ভাই হয়েছে বলেই কিন্তু লিখেছি। যদিও কবিতা টি তেমন মানসম্মত নয়। এটা আমার বাস্তব জীবনেরই একটি লেখা। ধন্যবাদ।
      • হ্যাঁ ডাক্তার ভাই হয়েছে বলেই কিন্তু লিখেছি। যদিও কবিতা টি তেমন মানসম্মত নয়। এটা আমার বাস্তব জীবনেরই একটি লেখা। ধন্যবাদ।
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    খুব সুন্দর
  • সহিদুল হক ০৪/১০/২০১৩
    সুন্দর ভাবনা।
    • ধন্যবাদ সহিদুল হক সুন্দর মন্তব্যের জন্য। আর অভিনন্দন সেরাদের সেরা হওয়ার জন্য।
  • ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩
    ন দিয়ে অন্ত্র মিল ভালো লাগলো
    • ধন্যবাদ ইব্রাহীম রাসেল। আপনার এই গ্রহে কবিতাটি পড়লাম খুব ভালো লেগেছে। আসলে সবকিছু সৃষ্টি হয়েছে টিকে আছে আর ধ্বংস হচ্ছে শুধু ভালবাসার কারণে।
 
Quantcast