আশীর্বাদ
জন্মেছ তুমি নতুন নামে যে
এসেছ এবার আধুনিক সাজে
এনেছ খবর আমাদের মাঝে
নতুন সন্ধিক্ষণের।
তোমারে ধারণ করিয়া পৃথিবী
করে কীর্ত্তন গ্রহ তারা রবি
রচিল কবিতা কত মহাকবি
হয়েছ সর্বজনের।
আপনারে দাও সবার করিয়া
চির নতুনেরে লও গো বরিয়া
সকল দুঃখ হনন করিয়া
শোনাও সুখের বাণী।
স্বর্ণ শিখরে করি আরোহণ
আনন্দে ভরে তোল ত্রিভূবন
জগৎ জুড়িয়া শ্রেষ্ঠ আসন
জয় কর মহারাণী।
এসেছ এবার আধুনিক সাজে
এনেছ খবর আমাদের মাঝে
নতুন সন্ধিক্ষণের।
তোমারে ধারণ করিয়া পৃথিবী
করে কীর্ত্তন গ্রহ তারা রবি
রচিল কবিতা কত মহাকবি
হয়েছ সর্বজনের।
আপনারে দাও সবার করিয়া
চির নতুনেরে লও গো বরিয়া
সকল দুঃখ হনন করিয়া
শোনাও সুখের বাণী।
স্বর্ণ শিখরে করি আরোহণ
আনন্দে ভরে তোল ত্রিভূবন
জগৎ জুড়িয়া শ্রেষ্ঠ আসন
জয় কর মহারাণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩সুন্দর
-
Înšigniã Āvî ০৪/১০/২০১৩খুব সুন্দর
-
সহিদুল হক ০৪/১০/২০১৩সুন্দর ভাবনা।
-
ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩ন দিয়ে অন্ত্র মিল ভালো লাগলো