www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আনন্দ আয়না

তোমার কষ্ট আমায় দাও
আমি তার যত্ন নেব
তোমার দুঃখ আমায় দাও
বিনিময়ে রত্ন দেব
কষ্টের খনিতে অনেক রত্ন মিলে
সুখ মিলে অনেক দুঃখ নিলে
ভাবছ পাগল হয়ে গেছি
আমি কিন্তু আগের মতই আছি
তুমি একটু পাল্টে গেছ বোধহয়
রাত জেগে পড় না আর বই
তোমার কথা আগের মত নয়
তোমার সেসব ভাবার সময় কই
ব্যস্ত জীবন কাজের বাড়াবাড়ি
জীবন মানে দিবস গেলে রাত্রি
সময় নিয়ে এই যে কাড়াকাড়ি
ছুটছে কত অচিন পথের যাত্রী
তোমার কষ্ট সবই আমি বুঝি
তোমার কাছে তাইতো দুঃখ খুঁজি
ভেবে দেখ কত সম্ভাবনা
লুকিয়ে আছে এখনো তোমার মাঝে
তবু তুমি একঘেয়ে একটানা
জীবন কাটাও শুধু বৃথা কাজে
তুমি হবে আনন্দের এক ধারা
কষ্ট নিয়ে আনন্দ ধার দেবে
সে আনন্দ বরণ করবে যারা
বিশ্বে তারা আনন্দ ছড়াবে
বিশ্ব হবে আনন্দ অঙ্গন
সবার হবে আনন্দ আয়না
সুখের স্মৃতির করবে রোমন্থন
তোমার দুঃখ পরানে সয়না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হৃদয় ছুঁইয়ে গেছে কবিতার প্রতি পংক্তিতে।
  • প্রবীর দা খুব ভাল লাগল
    • ধন্যবাদ সুবীর কাস্মীর পেরেরা। আপনার সবলেখা একটানা পড়তে ইচ্ছে করে। না জানি হারিয়ে যাওয়া সেই লেখাগুলি কেমন ছিল। মনে হয় অনেক কিছু হারালাম।
  • ইসমাইল জসীম ০৪/১০/২০১৩
    প্রথম চার লাইন চমৎকার হয়েছে নয়ন ভাই।
  • মীর শওকত ০৪/১০/২০১৩
    সুপ্রিয়,
    গভীরভাবনাময় এক আলোকিত কবিতা।দারুন!!
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    অসাধারণ...
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    অসাধারণ...
    • ধন্যবাদ ইনসিগনিয়া (অভি)। আমিতো শুরুতে ছিলাম না। তাই আগের লেখাগুলি ক্রমান্বয়ে পড়ে যাচ্ছি। আপনার একলা ঘর কবিতাটি মনোমুগ্ধকর মনে হয়েছে
 
Quantcast