www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখের স্বপন

তোমায় ভালবাসবো বলে
অমর্ত্যলোক থেকে মর্ত্যলোকে এলাম
তোমায় ভালবাসি বলে
তোমায় আমি আমার করে পেলাম
তুমিই বা কম কিসে
হৃদয় মাঝে আসন দিলে আমায় ভালবেসে
আদর দিয়ে সোহাগ দিয়ে
বিপদকালে অভয় দিয়ে রাখলে বাহুপাশে
তোমায় ভেবে ভেবে
বিষ্ময়ে মন দিশেহারায় কী জানি কি হবে
আশঙ্কা হয় মনে
ভালবাসার আদান প্রদান অতি সঙ্গোপনে
কেউ যদি তা জানে
কখন তুমি যাও বা আস একান্ত গোপনে
বললে তুমি যেই
এসব কথা কারো সাথে ভাগ করতে নেই
সেদিন থেকে আমি
মনের ভেতর বাসর রচি জানেন অন্তর্যামী
পাখির কলরবে
ময়ূরপঙ্ক্ষী নায়ে মোদের মধুর মিলন হবে
ফুলের সৌরভে
ভ্রমর এসে গুনগুনিয়ে কানে কানে কবে-
তোমার আমার ভালবাসা
আমার আশা তোমার আসা লোকগাঁথা হবে
নয়ন মেলে দেখি এখন
আমার এ সুখের স্বপন সত্যি কখন হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আর. এইচ. মামুন ০১/১০/২০১৩
    চমৎকার ভালবাসার কথামালা
  • নির্ঝর রাজু ০১/১০/২০১৩
    দাদা, আপনি বরাবরই ভালো লেখেন! এই যেমন কেমন দাবি নিয়ে লেখা! তবে খারাপ লিখলেও কিন্তু ছেড়ে দেবনা, হ্যা|****** *********তা, নিমন্ত্রন রইল আমার ব্লগবাড়িতে, যদি একটু ঘুরে আসতেন!
  • Înšigniã Āvî ০১/১০/২০১৩
    বাহ...
  • নাজমুন নাহার ০১/১০/২০১৩
    সুন্দর ।
 
Quantcast