www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূণর্বার

তুমি দাও না ধরা হে অধরা একটুকু দূরে থেকে
কি আর হবে শুধু এভাবে নিজেকে গুটিয়ে রেখে
মনের কথা চোখেতে ভাসে মুখে আসে না শব্দ
বুক যে ভরে হা-হাকারে হয়ে থাক নিস্তব্দ
কান জেগে রয় শুনতে বিনয় আবেগ পূর্ণ কথা
প্রাণ করে হায় প্রাণটারে চায় ভাঙতে নীরবতা
আত্মা জানে আত্মার সনে মিলনেই সব সুখ
ইন্দ্রিয় তাই ইন্দ্রেরে চায় হয়ে সদা উন্মুখ
রস তরঙ্গ তুলিয়া অঙ্গ দিয়ে যায় হিন্দোল
আঁখি চঞ্চল রাখি অঞ্চল ঢাক তার হিল্লোল
চেয়ে দেখ পাশে শ্বাস প্রশ্বাসে হাওয়ার আহ্বান
আরশ ছাড়িয়া আসিল নামিয়া আদম শক্তিমান
বামে রাধা ডানে রাধাবল্লভ বিলাস কুঞ্জে হাসে
শুক সারি বাগে রাগ অনুরাগে দুজনারে ভালবাসে
কেন ছল করি ওগো কিঙ্করী মায়া ডোরে আছ বাধা
ছিড়ে মায়াজাল আন শুভকাল ঘুচাও মনের ধাঁ ধাঁ
লজ্জা রাঙা মায়াডোর ভাঙা মুখখানা তোল সাহসী
কেন চঞ্চলা হলে বেণুবালা বল কারে ভালবাসি
সাঁচ বলিলাম প্রকাশিলে নাম করিব সুপ্রয়াস
ব্যাথা দূর করে এনে দেব তারে পুরিবারে অভিলাষ
তবু হাস তুমি ওহে মওসুমি দ্বিতীয়া তিথির হাসি
ঐ হাসিমুখ দেয় প্রাণে সুখ তাই বারে বারে আসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন কবিতা দাদা!! এতো ভাল কবিতা অনেক দিন পড়িনা।আপনার এই কবিতার সমালোচনা করার সাহস পর্যন্ত নাই আমার। এই কবিতা পড়ে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে গেল ।
    • ধন্যবাদ দাদা মুহাইমিন চৌধূরী। এ আমার পরম সৌভাগ্য আপনি জাতীয় কবির কবিতার খানিকটা স্বাদ আমার কবিতায় আস্বাদন করেছেন।
      • একটা ব্যাক্তিগত প্রশ্ন অনুমতি না নিয়েই করে ফেললাম :p
        আপনি কি উনার কবিতা অনেক পড়েন?
        আমি পড়ি।
        • কোন অসুবিধা নেই। পরষ্পরকে জানতে হলে তো জিজ্ঞাসা থাকবেই। কবি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবিদের একজন। তাঁর অনেক কবিতা আমার কণ্ঠস্থ। চলতে ফিরতে অনুষ্ঠানে আয়োজনে আবৃত্তি করে থাকি। তাই অকপটে স্বীকার করেছি যে তাঁর প্রভাব পড়তেই পারে আমার কবিতায়।
          • আমার ও পড়ে রভাব আমার অনেক বন্ধুই বলে। আর কাজী নজরুল ইসলাম এর সকল কবিতাই মুটামুটি পড়েছি কিন্তু আমার মুখস্ত শক্তি কম , নিজের লেখা ও মনে রাখতে পারিনা :)
  • সুজয় আচার্য্য ৩০/০৯/২০১৩
    ভাল একটা কবিতা পড়লাম
  • ডাক্তার দা এক কথায় বল অসাধারণ
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --বাহ! চরণে চরণে মুগ্ধতা---
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    খুব ভালো ছন্দ....
 
Quantcast