স্বাধীনতা
স্বাধীনতা পেয়েছি রক্ত ঝরিয়ে
স্বাধীনতা রাখবো বুকে জড়িয়ে
স্বাধীনতা স্বাধীনতা
স্বাধীনতা আমার অহংকার
স্বাধীনতা আমার অলংকার
এ জাতি কখনো নত হয় না
আমাদের রক্ত বৃথা যায় না
আমাদের শ্রম আমাদের শক্তি
আমাদের প্রেম আমাদের ভক্তি
ঐ দেখ ইতিহাস করছে স্বীকার
এ জাতি চির উন্নত শির
এ দেশে জন্মেছে শত শত বীর
আমাদের চিন্তা আমাদের চেতনা
আমাদের ঐক্য আমাদের প্রেরণা
জয় করে নিতে পারে সব অধিকার
স্বাধীনতা রাখবো বুকে জড়িয়ে
স্বাধীনতা স্বাধীনতা
স্বাধীনতা আমার অহংকার
স্বাধীনতা আমার অলংকার
এ জাতি কখনো নত হয় না
আমাদের রক্ত বৃথা যায় না
আমাদের শ্রম আমাদের শক্তি
আমাদের প্রেম আমাদের ভক্তি
ঐ দেখ ইতিহাস করছে স্বীকার
এ জাতি চির উন্নত শির
এ দেশে জন্মেছে শত শত বীর
আমাদের চিন্তা আমাদের চেতনা
আমাদের ঐক্য আমাদের প্রেরণা
জয় করে নিতে পারে সব অধিকার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৯/০৯/২০১৩কবিতার বক্তব্য খুবই ভাল।কিছু উপমার সবাবেশ ঘটলে আরও ভাল হত।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৯/০৯/২০১৩আমার মনের কথাগুলো খুব সুন্দর ভাবে তোলে ধরেছেন ডাক্তার দা
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩দুরন্ত
-
אולי כולנו טועים ২৯/০৯/২০১৩sundor !!
chiro unnoto momo shir !!