বুদ্ধের জন্ম
ভগবান দীপঙ্কর বুদ্ধের সময়ে সুমেধ তাপস নামে এক সাধক তার সাধনার বলে বুদ্ধত্ব প্রাপ্তির বর লাভ করে। তারপর তিনি ৮৩ বার সন্ন্যাসী, ৫৮ বার মহারাজ, ৪৩ বার বৃক্ষদেবতা, ২৬ বার ধর্ম উপদেশক, ২৪ বার রাজ আমাত্য, ২৪ বার পুরোহিত ব্রাহ্মণ, ২৪ বার যুবরাজ, ২৩ বার ভদ্রলোক, ২২ বার পণ্ডিত, ২০ বার দেবরাজ, ১৮ বার মর্কট, ১৩ বার হস্তী, ৫ বার কুক্কুট, ৫ বার গরূড়, ৪ বার ঘোড়া, ৪ বার বৃষ, ৩ বার কুম্ভকার, ৩ বার অন্ত্যজজাতি, ২ বার মৎস্য, ২ বার হস্তীপদ, ২ বার ইঁদুর, ১ বার কুকুর, ১ বার সর্পচিকিৎসক, ১ বার সূত্রধর, ১ বার কর্মকার, ১ বার ভেক, ১ বার শশকসহ আরো অনেক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শেষ জন্মে কপিলবাস্তু রাজ্যে সূর্যবংশ উদ্ভুত শাক্যবংশীয় রাজা শুদ্ধোধনের ঔরষে রাণী মহামায়ার গর্ভে শুভ বৈশাখী পূর্ণিমায় রাজকুমার রূপে সিদ্ধার্থ নামে অবতীর্ণ হয়ে বোধিলাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। তথ্যসূত্র-বুদ্ধের বর্ণিত জন্মান্তর বিষয়ক গ্রন্থ ‘পাঁচশত পঞ্চাশ’ জাতক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৩/০৫/২০১৪অনেক কিছুই জানতে পারলাম।
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩--দারুণ তথ্য সম্বলিত--
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩দারুন কিছু জানলাম.......খুব ভাল লাগলো,
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৮/০৯/২০১৩তাহলে কি বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মেরই আরেক রুপ ?
-
সালমান মাহফুজ ২৮/০৯/২০১৩বুদ্ধের সম্পর্কে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য জানতে পারলাম । অভিবাদন জানাই লেখককে ।