www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুদ্ধের জন্ম

ভগবান দীপঙ্কর বুদ্ধের সময়ে সুমেধ তাপস নামে এক সাধক তার সাধনার বলে বুদ্ধত্ব প্রাপ্তির বর লাভ করে। তারপর তিনি ৮৩ বার সন্ন্যাসী, ৫৮ বার মহারাজ, ৪৩ বার বৃক্ষদেবতা, ২৬ বার ধর্ম উপদেশক, ২৪ বার রাজ আমাত্য, ২৪ বার পুরোহিত ব্রাহ্মণ, ২৪ বার যুবরাজ, ২৩ বার ভদ্রলোক, ২২ বার পণ্ডিত, ২০ বার দেবরাজ, ১৮ বার মর্কট, ১৩ বার হস্তী, ৫ বার কুক্কুট, ৫ বার গরূড়, ৪ বার ঘোড়া, ৪ বার বৃষ, ৩ বার কুম্ভকার, ৩ বার অন্ত্যজজাতি, ২ বার মৎস্য, ২ বার হস্তীপদ, ২ বার ইঁদুর, ১ বার কুকুর, ১ বার সর্পচিকিৎসক, ১ বার সূত্রধর, ১ বার কর্মকার, ১ বার ভেক, ১ বার শশকসহ আরো অনেক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শেষ জন্মে কপিলবাস্তু রাজ্যে সূর্যবংশ উদ্ভুত শাক্যবংশীয় রাজা শুদ্ধোধনের ঔরষে রাণী মহামায়ার গর্ভে শুভ বৈশাখী পূর্ণিমায় রাজকুমার রূপে সিদ্ধার্থ নামে অবতীর্ণ হয়ে বোধিলাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। তথ্যসূত্র-বুদ্ধের বর্ণিত জন্মান্তর বিষয়ক গ্রন্থ ‘পাঁচশত পঞ্চাশ’ জাতক
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ১৩/০৫/২০১৪
    অনেক কিছুই জানতে পারলাম।
    • ধন্যবাদ কবি মোঃ ইকবাল। আপনার সর্বনাশিনী কবিতাটা খুব ভালো লেগেছে।
      • কবি মোঃ ইকবাল ১৪/০৫/২০১৪
        শুনে খুবই প্রীত হলাম দাদা।
        আমার প্রিয়তে আপনাকে রেখে দিলাম।
        ভালো থাকবেন নিরবধি।
  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    --দারুণ তথ্য সম্বলিত--
  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    দারুন কিছু জানলাম.......খুব ভাল লাগলো,
  • তাহলে কি বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মেরই আরেক রুপ ?
    • ধন্যবাদ দাদা মুহাইমিন চৌধূরী। রূপান্তর নয়। যেটা হয়েছে সেটা হল মতাদর্শগত পরিবর্তন। গৌতম বুদ্ধ ধর্মের চেয়ে কর্মের দিকে বেশি দৃষ্টি দিয়েছেন।
  • সালমান মাহফুজ ২৮/০৯/২০১৩
    বুদ্ধের সম্পর্কে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য জানতে পারলাম । অভিবাদন জানাই লেখককে ।
 
Quantcast