তুমি থাকলে পাশে
তুমি থাকলে পাশে এই বরষায়
বড় বেশি পাই ভরসা
স্বপ্ন ভরা দুই নয়নে
জাগে নতুন আশা।
শক্ত দু’হাতে রেখো জড়িয়ে
ভালোবাসায় মন দেবো ভরিয়ে
ভেবোনা গো দুর্ভাবনা
কেটে যাবে সব হতাশা।
যতদিন পৃথিবীতে নেবো নিশ্বাস
তোমার প্রতি যেন থাকে বিশ্বাস
তুমি আছ বলে এ মন
খুঁজে নেয় ভালোবাসা।
বড় বেশি পাই ভরসা
স্বপ্ন ভরা দুই নয়নে
জাগে নতুন আশা।
শক্ত দু’হাতে রেখো জড়িয়ে
ভালোবাসায় মন দেবো ভরিয়ে
ভেবোনা গো দুর্ভাবনা
কেটে যাবে সব হতাশা।
যতদিন পৃথিবীতে নেবো নিশ্বাস
তোমার প্রতি যেন থাকে বিশ্বাস
তুমি আছ বলে এ মন
খুঁজে নেয় ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৮/০৯/২০১৩দারুন প্রেমের কবিতা। কিন্তু যার জন্য লেখা সে না বুঝলেই যত কষ্ট
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩আপন খুব ভাল লিখেন ডাক্তার দা।চালিয়ে যান।
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩বাহ....খুব ভাল ছন্দ