কৌতুক-১
শিক্ষকঃ তুমি দেরীতে এসেছ কেন?
ছাত্রঃ লিটল লিটল পুঁটি মাছ ইজ এ বেড তরকারী।
বেছে বেছে ইটিং করতে মাই হয়েছে দেরী।
শিক্ষকঃ পড়া শিখেছ?
ছাত্রঃ হ্যাঁ।
শিক্ষকঃ বল। কেইস কত প্রকার ?
ছাত্রঃ তিন প্রকার।
সাবজেক্টিভ কেইস, অবজেক্টিভ কেইস ও মার্ডার কেইস।
শিক্ষকঃ মার্ডার কেইস কোথায় পেলে ?
ছাত্রঃ স্যার। ওটা বইয়ে দেয় নি। কালকে টেলিভিশনে বলেছে।
মার্ডার কেইসের আসামী জেল থেকে পালিয়েছে।
শিক্ষকঃ আর জেণ্ডার কত প্রকার ?
ছাত্রঃ পাঁচ প্রকার।
মেসকুলিন জেণ্ডার, ফেমিনিন জেণ্ডার, কমন জেণ্ডার,
নিউটার জেণ্ডার ও আলেকজেণ্ডার।
শিক্ষকঃ আলেকজেণ্ডার আবার কি ?
ছাত্রঃ আলেকজেণ্ডারকে চিনেন নি ? উনিতো বিশ্বজয় করেছিলেন।
বিচার গল্পে পড়েছি।
শিক্ষকঃ বা ! সুন্দর। এবার বল-
এ ক্যাট কিলড এ র্যাট। এটা কোন কেইস ?
ছাত্রঃ এটা মার্ডার কেইস।
শিক্ষকঃ আচ্ছা ! হি ওয়াজ এ স্টুডেন্ট অব এরিস্টটল। হি কোন জেণ্ডার ?
ছাত্রঃ হি আলেকজেণ্ডার।
শিক্ষকঃ অসাধারণ। তুমি নিশ্চয় আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে।
ছাত্রঃ লিটল লিটল পুঁটি মাছ ইজ এ বেড তরকারী।
বেছে বেছে ইটিং করতে মাই হয়েছে দেরী।
শিক্ষকঃ পড়া শিখেছ?
ছাত্রঃ হ্যাঁ।
শিক্ষকঃ বল। কেইস কত প্রকার ?
ছাত্রঃ তিন প্রকার।
সাবজেক্টিভ কেইস, অবজেক্টিভ কেইস ও মার্ডার কেইস।
শিক্ষকঃ মার্ডার কেইস কোথায় পেলে ?
ছাত্রঃ স্যার। ওটা বইয়ে দেয় নি। কালকে টেলিভিশনে বলেছে।
মার্ডার কেইসের আসামী জেল থেকে পালিয়েছে।
শিক্ষকঃ আর জেণ্ডার কত প্রকার ?
ছাত্রঃ পাঁচ প্রকার।
মেসকুলিন জেণ্ডার, ফেমিনিন জেণ্ডার, কমন জেণ্ডার,
নিউটার জেণ্ডার ও আলেকজেণ্ডার।
শিক্ষকঃ আলেকজেণ্ডার আবার কি ?
ছাত্রঃ আলেকজেণ্ডারকে চিনেন নি ? উনিতো বিশ্বজয় করেছিলেন।
বিচার গল্পে পড়েছি।
শিক্ষকঃ বা ! সুন্দর। এবার বল-
এ ক্যাট কিলড এ র্যাট। এটা কোন কেইস ?
ছাত্রঃ এটা মার্ডার কেইস।
শিক্ষকঃ আচ্ছা ! হি ওয়াজ এ স্টুডেন্ট অব এরিস্টটল। হি কোন জেণ্ডার ?
ছাত্রঃ হি আলেকজেণ্ডার।
শিক্ষকঃ অসাধারণ। তুমি নিশ্চয় আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৯/২০১৮চমৎকার=============
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৮/২০১৮হাহাহা
-
তরুণ কান্তি ০৬/০৭/২০১৮বাহ চমৎকার! অসাধারন লেগেছে।
-
রক্তিম ২৪/১১/২০১৪বাহ বাহ বেশ লাগলো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১০/২০১৪হাহাহহাহা............
-
তারেক নেওয়াজ ৩০/১১/২০১৩খুব সুন্দর
-
suman ২৭/০৯/২০১৩ভীষন মজা পেলাম আর বন্ধুদের সাথে অবিরাম শেয়ার চ্লছে ...
-
ভূপতি চক্রবর্তী জনি ২৬/০৯/২০১৩চরম মজা পেলাম
-
ওয়াহিদ ২৫/০৯/২০১৩Valo Laglo ,
Tobe Age Jeno Kothay pOrechi ,Share korar jonno Thanks -
সুবীর কাস্মীর পেরেরা ২৫/০৯/২০১৩ভাল লাগল দাদা
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩ব্যাপক....