ঠোঁট কাটা
বিশ্বে অনেক শিশু ঠোঁটে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অভাবে তারা সুন্দর জীবন উপভোগ করতে পারে না। জন্মের কয়েক মাসের মধ্যে এমনকি বড় হওয়ার পরও এ সমস্যা শৈল চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়। একটু যোগাযোগ করলে অনেক জায়গায় বিনামূল্যে এর চিকিৎসা করানো যায়। আমাদের প্রচলিত ধারণায় এটা চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতীর কোন ক্রিয়ার ফলে হয়ে থাকে। অনেকে বলেন এটা পূর্বজন্মের পাপের ফল। সেই যাই হোক বর্তমানে এর সমাধান চিকিৎসা ব্যবস্থায় সম্ভব। তাই এসব শিশুর মুখে সুন্দর হাসি ফোঁটাতে এগিয়ে আসুন। স্মাইল ট্রেন নামে একটি সংগঠন এ বিষয়ে বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করছে। আরো দেখুন: http://www.smiletrain.org
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩যারা সামনা-সামনি অপ্রিয় কথা বলে,আমারা তাদের ঠোঁট কাটা বলি।কিন্তু বাস্তবে যারা ঠোট কাটা তাদের বড় দুঃখ।---ভাল লেখা।
-
ভূপতি চক্রবর্তী জনি ২৫/০৯/২০১৩আপনার লেখা দেখে যেন অন্তত একজন লোক যেন তার স্বাভাবিক জীবনে আসতে পারে এই কামনা করি ।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/০৯/২০১৩তথ্যমূলক লেখা
-
אולי כולנו טועים ২৪/০৯/২০১৩khub proyojoniyo akti lekha....dhonnobad !!
-
বিশ্বজিৎ বণিক ২৪/০৯/২০১৩খুব ই ভালো চিন্তা । অনেকেই উপকৃত হবেন ।
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩এত গুরুত্বপূর্ণ এক বিষয় এখানে শেয়ার করবার জন্য অজস্র ধন্যবাদ জানাই,
এতে অনেকে উপকৃত হবে । -
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--উপকৃত হবে অনেকে--
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ধন্যবাদ।দরকারী কথা বললেন।