রাজা রাম মোহন রায়
আগামী ২৭ সেপ্টেম্বর প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক রাজা রাম মোহন রায় এর ১৮০ তম মৃত্যুবার্ষিকী। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হত। রামমোহন রায় কলকাতায় আগস্ট ২০, ১৮২৮ সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সাথে ব্রাহ্মসমাজ স্থাপন করেন। পরবর্তীকালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পূনর্জাগরণের পুরোধা হিসাবে কাজ করে। তাঁর স্মরণে আমাদের অনেক কিছু করার আছে। তাঁর প্রতি রইল অসীম শ্রদ্ধা ও অকুণ্ঠ কৃতজ্ঞতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভূপতি চক্রবর্তী জনি ২৬/০৯/২০১৩ইতিহাস
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/০৯/২০১৩ইতিহাস কথা বলে
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--জানলাম, অনেকের প্রয়োজনীয়--
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩তার প্রতি আমার, আমাদের সকলেরই অসীম শ্রদ্ধা ও অকুণ্ঠ কৃতজ্ঞতা রয়েছে,
লেখাটা পড়ে ভাল লাগলো ।