আমি ফিরে ফিরে আসব
আমি বারবার ফিরে ফিরে আসব,
দেখব তোমাকে,
তোমার বিম্বিত প্রতিবিম্ব
কিংবা,
তোমার কল্পিত অবয়ব।
ফিরিয়ে দিবে? দাও
আমি ফিরে ফিরে আসব।
পৃথিবীর সব সৌন্দর্য তোমার চোখেই খুঁজব,
মুগ্ধ হব,
তোমার মেঘসম এলোকেশ দেখে
পাহাড়ি ঝরনার মতো স্বচ্ছ অবয়বে।
আমি তোমার হাসিতেই নিজেকে হারাব
তোমার জন্যই লিখব কবিতার হাজার হাজার শব্দ,
আমি নিজেকে পোড়াব, তবু হারব না
তোমার ভালবাসায় হব দগ্ধ।
দেখব তোমাকে,
তোমার বিম্বিত প্রতিবিম্ব
কিংবা,
তোমার কল্পিত অবয়ব।
ফিরিয়ে দিবে? দাও
আমি ফিরে ফিরে আসব।
পৃথিবীর সব সৌন্দর্য তোমার চোখেই খুঁজব,
মুগ্ধ হব,
তোমার মেঘসম এলোকেশ দেখে
পাহাড়ি ঝরনার মতো স্বচ্ছ অবয়বে।
আমি তোমার হাসিতেই নিজেকে হারাব
তোমার জন্যই লিখব কবিতার হাজার হাজার শব্দ,
আমি নিজেকে পোড়াব, তবু হারব না
তোমার ভালবাসায় হব দগ্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৪/০১/২০১৫অসাম
-
জমাতুল ইসলাম পরাগ ০৬/১১/২০১৪আমার ভাগ্নে খেলার মাঠে কাউকে ছক্কা হাঁকাতে দেখলে বলে, চখম।
আমিও বললাম, চখম। -
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/১০/২০১৪অসাধারন লেখনী। বেশ ভাল লাগল।
-
রিলকে ৩০/১০/২০১৪আপনাকে অনেক ধনবাদ ভাল একটি কবিতার জনে|
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪বার বার ফিরে ফিরে আসার ভালবাসার এই প্রত্যয় বেশ মন কেড়েছে। আরো লিখুন।
'বিম্বিতি' না 'বিম্বিত' ? -
মোহাম্মদ তারেক ৩০/১০/২০১৪প্রতিটি প্রেমিক প্রাণের পরম উপলব্দি কবিতা জুড়ে। প্রেয়সীর চোখ যেন অনিন্দ্য পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। এর পানে তাকিয়েই প্রেমিক মন বিশ্ব দেখার আনন্দ খুঁজে পায়। কবিকে অভিনন্দন...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪বাহ হটস এ লাভ? ভালো জাস্ট গো এহেড।
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/১০/২০১৪অসাধারণ প্রেমের আকুতি,প্রেয়সীর হাসিতে হাসা, তার ভালবাসায় দগ্ধ হওয়া, জীবনানন্দের মতো পৃথিবীর সব সৌন্দর্য প্রেয়সীর চোখ থেকে খুঁজে নেয়া প্রভৃতি উদাহরণগুলো কবিতাকে উপমায়িত করেছে অনিন্দ্যভাবে।