অস্পৃশ্য ভালবাসা
অপলক চোখে শুধু তাকিয়েই ছিলাম অস্পৃশ্য সে সৌন্দর্যের দিকে
মেকি আলোর ঝলকানি ভেদ করে সে আসতে পারেনি আমার কাছে,
আমিও ছুঁয়ে দিতে পারিনি তার অনাবিল সৌন্দর্যের কোমল দেহ
শুধু চোখে চোখে ভাব হয়েছে, অন্তরে বয়ে গেছে আবেগের প্রবাহ।
সে আমার চাঁদনী রাতের চাঁদ আমার জ্যোৎস্না রাতের ঝলক
যেখানে আজ দেহ নয় সাতার কেটেছে হৃদয় আর এ দু'চোখ চেয়ে ছিল অপলক।
সেও ডেকেছে আমাকে, লোকে বলে সে নাকি চাঁদের বুড়ি
আমি বলি সে কোন বুড়ি নয়, চিরযৌবনা এক নারী।
সেই দিনগুলোতে সে নেমে আসতো আঁধারে, সাতার কেটে স্নান করতো সে নদীটির বুকে
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আপাদমস্তক দেখে নিতাম তাকে।
নির্ঘুম রাতে ঝিরিঝিরি বাতাসে দুলে উঠত জলপ্রবাহ
আর ঢেউয়ের তালে নেচে উঠত তার বর্ণনাতীত সৌন্দর্য।
আমি তাকে হারাইনি আজো, ভুলিনি তাকে কখনো
তবু তার আমার ভাবের পথে বাঁধা হয়ে আছে অপ্রকৃতস্থ মেকি সৌন্দর্যগুলো।
মেকি আলোর ঝলকানি ভেদ করে সে আসতে পারেনি আমার কাছে,
আমিও ছুঁয়ে দিতে পারিনি তার অনাবিল সৌন্দর্যের কোমল দেহ
শুধু চোখে চোখে ভাব হয়েছে, অন্তরে বয়ে গেছে আবেগের প্রবাহ।
সে আমার চাঁদনী রাতের চাঁদ আমার জ্যোৎস্না রাতের ঝলক
যেখানে আজ দেহ নয় সাতার কেটেছে হৃদয় আর এ দু'চোখ চেয়ে ছিল অপলক।
সেও ডেকেছে আমাকে, লোকে বলে সে নাকি চাঁদের বুড়ি
আমি বলি সে কোন বুড়ি নয়, চিরযৌবনা এক নারী।
সেই দিনগুলোতে সে নেমে আসতো আঁধারে, সাতার কেটে স্নান করতো সে নদীটির বুকে
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আপাদমস্তক দেখে নিতাম তাকে।
নির্ঘুম রাতে ঝিরিঝিরি বাতাসে দুলে উঠত জলপ্রবাহ
আর ঢেউয়ের তালে নেচে উঠত তার বর্ণনাতীত সৌন্দর্য।
আমি তাকে হারাইনি আজো, ভুলিনি তাকে কখনো
তবু তার আমার ভাবের পথে বাঁধা হয়ে আছে অপ্রকৃতস্থ মেকি সৌন্দর্যগুলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৭/১২/২০১৪ধন্যবাদ
-
নাজমুল আহসান ২৭/১২/২০১৪মাঝ রাতে জ্যোৎস্নাত হোক কবিতার শরীর
-
জমাতুল ইসলাম পরাগ ১০/১১/২০১৪আপনার চির যৌবনা প্রিয়া ভালো থাকুক।
শুভ কামনা।