ভালোবাসা না আবেগ
ওটা নিছক-ই আবেগ ছিল, ভালোবাসা না
হয়তো তোমার কাছে ভালবাসাই ছিলো, আমার কাছে না
যখনই আমার আবেগের মোহ কেটে গেল
তোমার কল্পিত ভালোবাসার জাল ছিন্ন হয়ে গেল।
আকাশে মেঘের মতো জমে থাকা ভালোবাসা
শ্রাবণের কান্নার মতো ঝড়ে পড়ল তোমার দু'চোখ বেয়ে
আমিও বুঝতে পারিনি, অবোধের মতো
আমার কাছে যা আবেগ ছিল, তোমার কাছে তা এখন হৃদয়ের ক্ষত।
ক্ষমা করে দিও, হয়তো ক্ষমার যোগ্য আমি নই
তবুও চেয়েছি ক্ষমা, হৃদয়ে বয়ে বেড়াই এই সান্ত্বনাটাই।
হয়তো তোমার কাছে ভালবাসাই ছিলো, আমার কাছে না
যখনই আমার আবেগের মোহ কেটে গেল
তোমার কল্পিত ভালোবাসার জাল ছিন্ন হয়ে গেল।
আকাশে মেঘের মতো জমে থাকা ভালোবাসা
শ্রাবণের কান্নার মতো ঝড়ে পড়ল তোমার দু'চোখ বেয়ে
আমিও বুঝতে পারিনি, অবোধের মতো
আমার কাছে যা আবেগ ছিল, তোমার কাছে তা এখন হৃদয়ের ক্ষত।
ক্ষমা করে দিও, হয়তো ক্ষমার যোগ্য আমি নই
তবুও চেয়েছি ক্ষমা, হৃদয়ে বয়ে বেড়াই এই সান্ত্বনাটাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ২৪/০২/২০১৪খুব ভাল লাগলো