মহাকালের পথে
আমার প্রতিদিনের নিরব শব্দগুলো শুধু আমি-ই শুনতে পাই,
অতীতে ফিরে যাবার প্রবল আকাঙ্খা আর ভবিষ্যতের হাতছানি
এই দুইয়ের মাঝে পড়ে আমি পথ হারিয়ে যাই।
আমি অনেক খুঁজেছি আমাকে, নীলাকাশ থেকে নীল সমুদ্র পর্যন্ত
পুবের সূর্যোদয় থেকে পশ্চিমের সূর্যাস্ত, পথের যেখানে অন্ত।
নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি, আমি এক অজানার যাত্রী
নির্ঘুম রাতে আমি খুজি আমাকে, স্বপ্নে আমাকে খোঁজে অতীতের হাতছানি।
পৃথিবীর কর্মচঞ্চল সময়ে আমি নিরব, নির্লিপ্ত পথিক
সময়ের সাথে মিলহীন জীবন আমার , অসময়ে দিক-বিদিক।
আমি খুঁজে ফিরি নিজেকে অতীত হতে ভবিষ্যতের দিকে
সময় অসমেয়ের পার্থক্য ভুলে হাঁটি মহাকালের পথে।
অতীতে ফিরে যাবার প্রবল আকাঙ্খা আর ভবিষ্যতের হাতছানি
এই দুইয়ের মাঝে পড়ে আমি পথ হারিয়ে যাই।
আমি অনেক খুঁজেছি আমাকে, নীলাকাশ থেকে নীল সমুদ্র পর্যন্ত
পুবের সূর্যোদয় থেকে পশ্চিমের সূর্যাস্ত, পথের যেখানে অন্ত।
নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি, আমি এক অজানার যাত্রী
নির্ঘুম রাতে আমি খুজি আমাকে, স্বপ্নে আমাকে খোঁজে অতীতের হাতছানি।
পৃথিবীর কর্মচঞ্চল সময়ে আমি নিরব, নির্লিপ্ত পথিক
সময়ের সাথে মিলহীন জীবন আমার , অসময়ে দিক-বিদিক।
আমি খুঁজে ফিরি নিজেকে অতীত হতে ভবিষ্যতের দিকে
সময় অসমেয়ের পার্থক্য ভুলে হাঁটি মহাকালের পথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৪/১২/২০১৪মহাকালের করিডোরে কবি খুজে পায় নিজেকে।ধন্যবাদ
-
মোঃওবায় দুল হক ২৫/০২/২০১৪খুব ভালললাগল,,আপনাকে আমার প্রিয়তে
রাখলাম -
পল্লব ২৪/০২/২০১৪অতীত হতে ভবিষ্যতের দিকে, মহাকালের পথে... সুন্দর বলেছেন! নিজেকে খুঁজে পাওয়াটা দুঃসাধ্য এক কাজ। পুরো খুঁজে না পেলেও, খানিক অস্তিত্তের উপলব্ধিও বড় পরিবর্তন আনতে পারে জীবনপ্রবাহে।