অব্যাক্ত কথা
আমি আসলে বেশিরভাগ সময় নিজেই নিজের মনের কথা বুঝতে পারি না। মাঝে মাঝে মন চায় ডানা মেলে নীল আকাশে উড়ে যেতে আবার ভাবি নাহ, আকাশ হয়তো পৃথিবীর মতো এতটা সুন্দর না। তাছাড়া আকাশের রং তো নীল , লোকে বলে নীল নাকি দুঃখের রং। কিন্তু আমি তো দুঃখ চাই না । আকাশে কি আমি আমার পৃথিবীর মতো এতো সুন্দর নদী পাবো? এতো সুন্দর বন-বনানী? সেখানে কি পাখির ডাক শোনা যাবে? সেখানে কি পাবো আমি সবুজের জাল? পৃথিবী যতই অদ্ভুত হোক তবুও আকাশে যাব না। মানুষ যাকে ভালোবাসে তাকে নাকি ছুয়ে দেখতে নেই,আমিও আকাশ ভালবাসি তাই তাকে ছুতে চাই না। শুধু দূর থেকে ভালোবেসে যেতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৬/১২/২০১৪চমৎকার হয়েছে