আমার একুশ
একুশ আসেছে আবার, ফেব্রুয়ারীর একুশ,
একুশ আসেছে আবার, বায়ান্নর-ই একুশ,
রফিক, শফিক, জব্বার, সালামের একুশ।
রক্তের লাল দেখে যেদিন মুখ লুকিয়েছিলো সূর্য
মায়ের ভাষার স্লোগানে যেদিন স্তব্ধ হয়েছিলো বিশ্ব।
বাতাসের গুঞ্জরণে, প্রকৃতির চোখে সেদিন
একটাই কথা ছিলো
রাষ্ট্রভাষা বাংলা চাই।
ঘাতকের বুলেট সেদিন সে কথা শোনেনি,
বিদ্ধ করেছিলো ওদের বক্ষ আর মস্তিষ্ক,
ফিনকি দিয়ে ছুটেছিলো রক্ত।
কিন্তু চেতনা সে কখনো বিদ্ধ হয় না
বুলেটের কাছে সে হার মানে না।
তাইতো ফিনকি দিয়ে ছুটে আসা রক্তের সাথে
ছুটে এসেছিলো অগ্নিচেতনা।
সেই চেতনায় আমরা করেছি বিশ্বজয়
এ ভাষা, এ দিবস আজ শুধু আমার নয়
তা আজ ছড়িয়ে গেছে বিশ্বময়।
একুশ আসেছে আবার, বায়ান্নর-ই একুশ,
রফিক, শফিক, জব্বার, সালামের একুশ।
রক্তের লাল দেখে যেদিন মুখ লুকিয়েছিলো সূর্য
মায়ের ভাষার স্লোগানে যেদিন স্তব্ধ হয়েছিলো বিশ্ব।
বাতাসের গুঞ্জরণে, প্রকৃতির চোখে সেদিন
একটাই কথা ছিলো
রাষ্ট্রভাষা বাংলা চাই।
ঘাতকের বুলেট সেদিন সে কথা শোনেনি,
বিদ্ধ করেছিলো ওদের বক্ষ আর মস্তিষ্ক,
ফিনকি দিয়ে ছুটেছিলো রক্ত।
কিন্তু চেতনা সে কখনো বিদ্ধ হয় না
বুলেটের কাছে সে হার মানে না।
তাইতো ফিনকি দিয়ে ছুটে আসা রক্তের সাথে
ছুটে এসেছিলো অগ্নিচেতনা।
সেই চেতনায় আমরা করেছি বিশ্বজয়
এ ভাষা, এ দিবস আজ শুধু আমার নয়
তা আজ ছড়িয়ে গেছে বিশ্বময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।