শীত সকালে
আর ডেকোনা উঠছি তো মা, ভোর তো সবে হলো
শীতের সকাল হিম হিম ভাব, উঠতে কি লাগে ভালো!
লেপ-কাঁথার এই জটলা ছেড়ে কেমনে উঠি বলো!
সুয্যি মামা উঠেনি জেগে, একটু ঘুমাই মাগো।
বাইরে আলো ওঠেনি ফুটে, এত কিসের তাড়া
আমি তো আর রাখাল নই, মাঠে ছুটব না।
আমার তো আজ অলস দিন, ঘুমোতে কিসের মানা
আমি তো আর রস বেচতে হাটে যাব না।
তবু মাগো আবার কেন ডাকো বারেবার
বাইরে যে সব কুয়াশায় ঢাকা শীতে কাপে হাড়।
খাল-বিল মাঠে তাকালে দেখি, চারদিক শুধু সাদা
সকাল বেলা এপাড় ওপাড় যায় না তো কিছু দেখা।
আর ডেকোনা উঠছি মাগো সূর্য উঠুক তবে
এখনো সাদা চাদর মুড়ে সবুজ রয়েছে ঢেকে।
রোদের আলোয় কুয়াশা সব যখন যাবে কেটে
তখনি আমি উঠবো জেগে কেউ যদি নাও ডাকে।
শীতের সকাল হিম হিম ভাব, উঠতে কি লাগে ভালো!
লেপ-কাঁথার এই জটলা ছেড়ে কেমনে উঠি বলো!
সুয্যি মামা উঠেনি জেগে, একটু ঘুমাই মাগো।
বাইরে আলো ওঠেনি ফুটে, এত কিসের তাড়া
আমি তো আর রাখাল নই, মাঠে ছুটব না।
আমার তো আজ অলস দিন, ঘুমোতে কিসের মানা
আমি তো আর রস বেচতে হাটে যাব না।
তবু মাগো আবার কেন ডাকো বারেবার
বাইরে যে সব কুয়াশায় ঢাকা শীতে কাপে হাড়।
খাল-বিল মাঠে তাকালে দেখি, চারদিক শুধু সাদা
সকাল বেলা এপাড় ওপাড় যায় না তো কিছু দেখা।
আর ডেকোনা উঠছি মাগো সূর্য উঠুক তবে
এখনো সাদা চাদর মুড়ে সবুজ রয়েছে ঢেকে।
রোদের আলোয় কুয়াশা সব যখন যাবে কেটে
তখনি আমি উঠবো জেগে কেউ যদি নাও ডাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।