বসন্তের কবিতা
লাল কৃষ্ণচূড়ার ডালে চড়ে, গায়ে হলুদ শাড়ি পড়ে
খোপায় গাঁদা ফুল দিয়ে, প্রাণ ভরা উচ্ছ্বাস নিয়ে
আজ এসেছে বসন্ত।
শীতের চাদর খুলে ফেলে, রুদ্ধপ্রাণ মুক্ত করে
আজ এসেছে বসন্ত।
সেই খুশিতে মাতোয়ারা, প্রকৃতি আজ আত্মহারা
সুখের আজ নেই অন্ত।
বাঙালী প্রাণে আজ উৎসবের সুর, প্রতি দোর আনন্দ মুখর
এসেছে বসন্ত, এসেছে শীর্ণতাহীন নতুন ভোর।
গাছে গাছে আজ নব পত্রের মেলা,
চপলা প্রাণে আজ নতুন ভালবাসার খেলা।
শিমুলের লাল যেন রাঙা বধূর মুখ
কোকিলের ডাক মনে দিয়ে যায় সুখ।
প্রতি ঘরে প্রতি প্রাণে আজ শুধু বসন্ত বন্দনা
বসন্তের ঘ্রাণে এ মন উদাসীন আনমনা।
বসন্ত তুমি থাকো প্রতি প্রাণে,
দিক-বিদিক রাঙিয়ে দাও তোমার নতুন রঙে।
খোপায় গাঁদা ফুল দিয়ে, প্রাণ ভরা উচ্ছ্বাস নিয়ে
আজ এসেছে বসন্ত।
শীতের চাদর খুলে ফেলে, রুদ্ধপ্রাণ মুক্ত করে
আজ এসেছে বসন্ত।
সেই খুশিতে মাতোয়ারা, প্রকৃতি আজ আত্মহারা
সুখের আজ নেই অন্ত।
বাঙালী প্রাণে আজ উৎসবের সুর, প্রতি দোর আনন্দ মুখর
এসেছে বসন্ত, এসেছে শীর্ণতাহীন নতুন ভোর।
গাছে গাছে আজ নব পত্রের মেলা,
চপলা প্রাণে আজ নতুন ভালবাসার খেলা।
শিমুলের লাল যেন রাঙা বধূর মুখ
কোকিলের ডাক মনে দিয়ে যায় সুখ।
প্রতি ঘরে প্রতি প্রাণে আজ শুধু বসন্ত বন্দনা
বসন্তের ঘ্রাণে এ মন উদাসীন আনমনা।
বসন্ত তুমি থাকো প্রতি প্রাণে,
দিক-বিদিক রাঙিয়ে দাও তোমার নতুন রঙে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৯/০১/২০১৫ভাল লেগেছে ধন্যবাদ
-
আলমগীর সরকার লিটন ১৫/০২/২০১৪বিশ্বভালোবাস দিবস ও
পহেলা ফাল্গুনের প্রাণঢালা
শুভেচ্ছা রইল--