আবেগহীন মানুষ
মাঝে মাঝে কয়েকটি ঘটনা আমাকে ভাবায়,
নাড়া দেয়। গতকাল কেএফসি থেকে খেয়ে বেড়িয়েছি...গরীবের ঘোড়া রোগ আর কি !! একটা চিকেন ফ্রাই খেয়ে দুই বেলা না খেয়ে খরচ পোষানো !! অবশ্য, এবার এক বড় ভাইই খাওয়ালেন...
...কেএফসির ভিতরে একটা কাপল ছিল। পোশাক আশাকে বেশ ভালো ঘরের ছেলে মেয়েই
মনে হলো। বেশ খুনসুটি করে হাসিখুশি মেজাজেই খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটু আগে বের হলো...
... বের হয়ে রাস্তায় এবার লোকাল বাস
ধরতে হবে। রাস্তার পাশে দাড়িয়ে আছি। এমন সময় হটাত চোখে পড়লো, সেই কপলটি একজন বয়স্ক অন্ধ ভিক্ষুকের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। এক পাশে ছেলে,অন্য পাশে মেয়েটি... ভিক্ষুকটির গায়ে নোংরা পোশাক, কাছে গেলে হয়তো নানা বিশ্রী গন্ধও ছড়াবে...
... সচরাচর এমন দৃশ্য দেখে অভ্যস্ত নই বলে সামনে দিয়ে যে একটা ৬ নাম্বার বাস চলে গেলো খেয়াল করলাম না। দৃশটার শেষ দেখবো বলে বাসের মায়া ত্যাগ করলাম। দেখলাম রাস্তা পার
করে দিয়ে ছেলেমেয়েটি দৌড়ে এপাশে এসে নিজেদের গাড়িতে উঠলো...
... এমন দৃশ্য দেখে চোখ দুটো আসলেই অভ্যস্ত নয় বলে জ্বালাপোড়া শুরু করলো। বুঝলাম, ভিতরে ভিতরে বড় রকমের পরিবর্তন ঘটে চলেছে। মানুষ এখনো মানুষকে ভালবাসে, ভালবাসতে শিখছে। নতুন প্রজন্ম শুধু ল্যাপটপ-
মোবাইলে হারিয়ে যায় নাই, হারায়নি তাদের মনুষ্যত্ব। বরং নতুন
উদ্দম্যে বিকশিত হচ্ছে...
নাড়া দেয়। গতকাল কেএফসি থেকে খেয়ে বেড়িয়েছি...গরীবের ঘোড়া রোগ আর কি !! একটা চিকেন ফ্রাই খেয়ে দুই বেলা না খেয়ে খরচ পোষানো !! অবশ্য, এবার এক বড় ভাইই খাওয়ালেন...
...কেএফসির ভিতরে একটা কাপল ছিল। পোশাক আশাকে বেশ ভালো ঘরের ছেলে মেয়েই
মনে হলো। বেশ খুনসুটি করে হাসিখুশি মেজাজেই খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটু আগে বের হলো...
... বের হয়ে রাস্তায় এবার লোকাল বাস
ধরতে হবে। রাস্তার পাশে দাড়িয়ে আছি। এমন সময় হটাত চোখে পড়লো, সেই কপলটি একজন বয়স্ক অন্ধ ভিক্ষুকের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। এক পাশে ছেলে,অন্য পাশে মেয়েটি... ভিক্ষুকটির গায়ে নোংরা পোশাক, কাছে গেলে হয়তো নানা বিশ্রী গন্ধও ছড়াবে...
... সচরাচর এমন দৃশ্য দেখে অভ্যস্ত নই বলে সামনে দিয়ে যে একটা ৬ নাম্বার বাস চলে গেলো খেয়াল করলাম না। দৃশটার শেষ দেখবো বলে বাসের মায়া ত্যাগ করলাম। দেখলাম রাস্তা পার
করে দিয়ে ছেলেমেয়েটি দৌড়ে এপাশে এসে নিজেদের গাড়িতে উঠলো...
... এমন দৃশ্য দেখে চোখ দুটো আসলেই অভ্যস্ত নয় বলে জ্বালাপোড়া শুরু করলো। বুঝলাম, ভিতরে ভিতরে বড় রকমের পরিবর্তন ঘটে চলেছে। মানুষ এখনো মানুষকে ভালবাসে, ভালবাসতে শিখছে। নতুন প্রজন্ম শুধু ল্যাপটপ-
মোবাইলে হারিয়ে যায় নাই, হারায়নি তাদের মনুষ্যত্ব। বরং নতুন
উদ্দম্যে বিকশিত হচ্ছে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।