www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে চলো

জীবনের সব কোলাহল শেষে যখন নিভৃতে ফিরে আসি
মস্তিস্কের সব চিন্তাকে করে ফেলি একমুখী
অর্ধমৃত এ আত্মা বারবার ডুকরে কেঁদে ওঠে
বলে,ফিরে চলো সে সবুজের বুকে।

যেখানে সকালে শিশির ধুইয়ে দিবে পা
যেখানে নিশিথে চাদোয়া করবে খেলা,
বিকেলের স্নিগ্ধ নরম রোদে আরেকবার স্নান করব
দক্ষিনা বাতাসের গুঞ্জরণ হৃদয় পেতে শুনব।
গভীর রাতে কাশবনে জোনাকীর আলো দেখব
লক্ষ্মীপেঁচাটির ডাক শুনে যাবো অবিরত।

কিন্তু কে শুনবে আত্মার এ ক্রন্দন!
যান্ত্রিকতার আবহে বন্দী অবাস্তব জীবন
বাস্তব জীবন এখানে অর্থহীন,অস্পৃশ্য
জীবনের কাছে এ আত্মা বন্দী,বাধ্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফিরে চলে যান সেথায় যেথায় এত কিছু আছে..........
  • নাজমুল আহসান ২৫/১২/২০১৪
    আমি কবি-ভুলেছি এই নাম
    প্রকৃতি যেখানে খেলে যেতো আপন ছন্দে
    রেখে যেত কিছ রেখ্যছাপ
    যেখানে নেমে আসতো তারার আশীর্বাদ
    যেখানে কোন আগুনে পুড়ে পুড়ে
    আলোড়িত হতো সত্তা
    সেখানে এখন কেবল খেলো সংসারের
    দুষ্টু কোলাহল

    আমি কবি নই,কপটচারী
    শিল্পী নই,নই অরণ্যচারী

    যেখানে নৃত্য করে অক্ষরের গান
    যেখানে গিরি নির্ঝরেরমতো ঝরে
    বৃষ্টির আয়েস,ফোটে নিশগন্দ্ধা
    নদি আসে নারি আসে
    আসে তার এলাচ-দারুচিনি
    সেখানে নেই আমি, নেই তার কেনোখানে
 
Quantcast