যদি চলে যাই
আমি যদি মরে যাই, তোমার দুয়ারে,
বেঁচে থাকার চিঠি আসবে,অথচ তুমি বাঁচবে না
যদি দূরে যাই,একটু একটু করে নীল জমে
নীলিমা হয়ে উঠবে তোমার অন্তিম শরীর,
প্রতিদিন নিয়ম করে শুকাতে থাকবে
চোখের আড়ালে অ- দেখা সমুদ্রের জল,
যদি চলে যাই, পথে পথে ডাকবে সবাই
তোমার আকাশ, তোমার নদী, করুন সূর্য,
তোমার শহর পুড়ে, প্রহর জুড়ে কাঁদবে কেউ
শুধু কাঁদবে না তুমি বা তোমার অভিমান ঢেউ
বেঁচে থাকার চিঠি আসবে,অথচ তুমি বাঁচবে না
যদি দূরে যাই,একটু একটু করে নীল জমে
নীলিমা হয়ে উঠবে তোমার অন্তিম শরীর,
প্রতিদিন নিয়ম করে শুকাতে থাকবে
চোখের আড়ালে অ- দেখা সমুদ্রের জল,
যদি চলে যাই, পথে পথে ডাকবে সবাই
তোমার আকাশ, তোমার নদী, করুন সূর্য,
তোমার শহর পুড়ে, প্রহর জুড়ে কাঁদবে কেউ
শুধু কাঁদবে না তুমি বা তোমার অভিমান ঢেউ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০২/০৮/২০২০ভালো হয়েছে