আমরা ফাহাদ
এই পৃথিবীতে আমরা তেমন কেউ না,
আমরা তোমাদের মত উঁচুতলার ভবনেও থাকি না ;
রাত জেগে নাইট ক্লাবে দেখিনা উদোম নৃত্য!
আমরা বাস করি কৃষকের ক্ষুধার ভিতর !
আমরা তিনদিন উপোস মায়ের শুকনো অধর!
তবু জেনো; আমরা ফাহাদ
আমরা মরে যাইনি-
আমরা বেঁচে আছি হাজার ফাহাদ হয়ে-
মানুষের হৃদয়ে, চেতনায়!
আমরা সুকান্তের কবিতার জ্বলন্ত সিগারেট:
ছিটকে পড়ব তোমাদের হাত থেকে
বিছানায় অথবা কাপড়ে;
নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে-
বাড়িসুদ্ধু পুড়িয়ে মারব তোমাদের!
যেমন করে তোমরা আমাদের বোনকে পুড়িয়ে মেরেছো !
আমরা সুপ্ত বারুদ ফাহাদ,
আমাদেরকে পিটিয়ে হত্যা করলেও কিছু বলি না;
নুসরাত গায়ে লাগা আগুনের মত
যখন তখন জ্বলে উঠি না ;
কিন্তু যখন জ্বলে উঠবো -
তখন হিটলারের মত নিঃশব্দে পুড়িয়ে মারবো তোমাদের!
সেদিনের কথা ভুলেগেছ ?
যেদিন আমরা গ্রেনেড হয়ে বিস্ফোরিত হয়েছিলাম তোমাদের বুকে??
শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ!?
আমরা ফেনী নদীর ফুলে ফেঁপে ওঠা অস্থির জল !
আমরা ভাসিয়ে নিয়ে যাব তোমাদের!
যেমন করে আমাদের রক্তে মানবতা ভেসেছে এতকাল !
আমরা তোমাদের মত উঁচুতলার ভবনেও থাকি না ;
রাত জেগে নাইট ক্লাবে দেখিনা উদোম নৃত্য!
আমরা বাস করি কৃষকের ক্ষুধার ভিতর !
আমরা তিনদিন উপোস মায়ের শুকনো অধর!
তবু জেনো; আমরা ফাহাদ
আমরা মরে যাইনি-
আমরা বেঁচে আছি হাজার ফাহাদ হয়ে-
মানুষের হৃদয়ে, চেতনায়!
আমরা সুকান্তের কবিতার জ্বলন্ত সিগারেট:
ছিটকে পড়ব তোমাদের হাত থেকে
বিছানায় অথবা কাপড়ে;
নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে-
বাড়িসুদ্ধু পুড়িয়ে মারব তোমাদের!
যেমন করে তোমরা আমাদের বোনকে পুড়িয়ে মেরেছো !
আমরা সুপ্ত বারুদ ফাহাদ,
আমাদেরকে পিটিয়ে হত্যা করলেও কিছু বলি না;
নুসরাত গায়ে লাগা আগুনের মত
যখন তখন জ্বলে উঠি না ;
কিন্তু যখন জ্বলে উঠবো -
তখন হিটলারের মত নিঃশব্দে পুড়িয়ে মারবো তোমাদের!
সেদিনের কথা ভুলেগেছ ?
যেদিন আমরা গ্রেনেড হয়ে বিস্ফোরিত হয়েছিলাম তোমাদের বুকে??
শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ!?
আমরা ফেনী নদীর ফুলে ফেঁপে ওঠা অস্থির জল !
আমরা ভাসিয়ে নিয়ে যাব তোমাদের!
যেমন করে আমাদের রক্তে মানবতা ভেসেছে এতকাল !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ২৯/০৬/২০২০খুব ভালো লাগলো! আরো লিখা চাই!
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Very good