www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেগে উঠ্ আরেকবার


জেগে উঠ্ আরেকবার
জাফর পাঠান

ওরে ঘুমন্ত মানবের দল
জেগে উঠ্ আরেকবার-
চেয়ে দেখ্ আজি খুনিদের তান্ডবে
চারদিকে শুধু সন্তানহারা মায়ের কান্না,
স্বামীহারা বিধবা আর পিতৃহারা এতিমের কান্না।

ওরে দর্শকের দল
মোহ ভেঙে গর্জে উঠ্-
দেখ্ মুখের ভাষা কেড়ে নিয়েছে ওরা
প্রতিবাদী আর ধর্ষিতের রক্তে রঞ্জিত হচ্ছে জনপদ,
ভিন্নস্রোতে ঘুরিয়ে দিচ্ছে অধিকার আদায়ের গতিপথ।

ওরে শোষিত নিগৃহীতের দল
ভয় ঝেড়ে হুঙ্কার দিয়ে উঠ্-
তোদের রক্ত, ঘাম, শ্রম চুষে নিচ্ছে ওরা
দিচ্ছেনা শ্রমানুযায়ী মজুরী, দিচ্ছেনা অধিকার,
ক্ষমতার জোরে কেড়ে নিচ্ছে দলিতের ন্যায্য স্বাধীকার।

ওরে গৌরবান্বিত বাঙালির দল
উঠ চেতনাকে জাগিয়ে উঠ্-
চেয়ে দেখ আজি মাতৃভুমির একি হাল
মুষ্টিমেয় অপদার্থের কাছে জিম্মি সারা জাতি,
ওদের কাছে স্বাধীকারের দাবি যেন মিথ্যার বেসাতি!

ওরে অপরাজেয় মুক্তিযোদ্ধার দল
জাতিকে ফের জাগিয়ে তোল-
বলে দে- চেয়েছিনু দেশ ও মানবের স্বার্থোদ্ধার
ছিলাম সংকল্পিত দাবি আদায় করবোই করে নাজেহাল,
যেথায় থাকবেনা হানাহানি আর খুনাখুনি-থাকবেনা আকাল।

ওহে স্বাধীনতা আদায়কারীর দল
তুলে দিয়ে যাও জগদ্দল-
বলো-শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম বলে
পেয়েছি স্বাধীনতা, পেয়েছি ভাষা, পেয়েছি শুভানুধ্যায়ী,
শোষককে পরিয়ে কলঙ্ক তিলক, আমরা হয়েছি নতুন অধ্যায়ী।

ওহে গর্বের কালজয়ী যোদ্ধার দল
জাগিয়ে দিয়ে যাও বল্-
যেন হুঙ্কারে আকাশ বাতাস, রাজপথ কম্পিয়ে
ঝাঁপিয়ে পড়ে সবাই মানব স্বাধীকারের সংগ্রামে,
শোষকের মাথা করে দেয় যেন চূর্ণ-উদ্দীপ্ত হয়ে দেশপ্রেমে।

(কাব্যগ্রন্থ- ‘দ্রোহের দহন’ / জাফর পাঠান)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি-তারেক ১৬/০২/২০১৭
    suveccha...valo...
  • খুব ভালোলাগা রইল। অনেক শুভেচ্ছা।
 
Quantcast