সাম্যের প্রহর গুণি
নয় প্রভাত-দ্বিপ্রহর-গোধূলী-নয় নিশীথিনী
নয় দিন-মাস-বছর-কাঙ্খিত বাসর রজনী,
আমি শুভ্র আকাশ- সতেজ বাতাস- আর-
হানাহানি মুক্ত প্রহরের-একটি সময় গুণি।
নয় ডিজিটাল- হরতাল- অর্থের ঝনঝনানি
নয় বিলাস- নয় উচ্চাভিলাষ- রম্য কামিনী,
আমি রাজনৈতিক রাহাজানি-খুনাখুনি আর-
হিংসা-প্রতিহিংসা মুক্ত দেশের- প্রহর গুণি।
নিরিহ কপোতের উপর-বাজের খুনে ছোবল
নিগৃহের আর্তনাদ ঢাকতে-বাজে যত তবল,
চাইনা বেওয়ারিশ লাশে- নুয়ে পড়বে দেশ
আইনে কালো কাপড়- হত্যায় হবে নির্দেশ।
হে ধমনী- হে রজনী- হে সজনী- হে ধরণী
ধরো হাত-বাজাও কঙ্কণী- রুখো বিভাজনী।
নয় দিন-মাস-বছর-কাঙ্খিত বাসর রজনী,
আমি শুভ্র আকাশ- সতেজ বাতাস- আর-
হানাহানি মুক্ত প্রহরের-একটি সময় গুণি।
নয় ডিজিটাল- হরতাল- অর্থের ঝনঝনানি
নয় বিলাস- নয় উচ্চাভিলাষ- রম্য কামিনী,
আমি রাজনৈতিক রাহাজানি-খুনাখুনি আর-
হিংসা-প্রতিহিংসা মুক্ত দেশের- প্রহর গুণি।
নিরিহ কপোতের উপর-বাজের খুনে ছোবল
নিগৃহের আর্তনাদ ঢাকতে-বাজে যত তবল,
চাইনা বেওয়ারিশ লাশে- নুয়ে পড়বে দেশ
আইনে কালো কাপড়- হত্যায় হবে নির্দেশ।
হে ধমনী- হে রজনী- হে সজনী- হে ধরণী
ধরো হাত-বাজাও কঙ্কণী- রুখো বিভাজনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫চমৎকার
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫খুব ভালো লিখা ,,,,,,,,,,,,,,,