www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিশাপের বান

বহে দশমাস দশদিন-ভবিষ্য স্বপ্ন বুননে
দিন যায় সযত্ন লালনে,
শত কষ্টে পরিশ্রান্ত- পিতা হয় ঘর্মাক্ত
দূরান্ত আশা পোষে মননে।

ডুবে চাঁদ- উঠে সূর্য- জাগে কলতান
সদ্য নয়নে বহে জোস্না,
তৃপ্তির দৃপ্ত ঢেকুরে- হাসে পিতা-মাতা
সন্তান ফুটাবে যে রোস্না।

কত স্বপ্ন-দুঃখ-কষ্ট-এভারেষ্ট পেরিয়ে
চিত্ততে পুষে উচ্চাশার বর্ম,
গড়ে উঠে যত্নে-বুকের রত্ন আকাশসম
বুঝে পিতা মাতা-তার মর্ম।

অমানুষদের পৈশাচিক স্বার্থের আঘাতে
প্রাণ যায় যখন সন্তানের,
বিষের যাতন বহে হৃদয়ে-ফুঁসে সর্বাঙ্গ
নির্ঘূমে সাক্ষাত হয় মরণের।

মনের নিংড়ানো- অভিশাপের যত বাণ
আছড়ে পড়ে খুনির গায়,
যতদিননা অমানুষগুলি-প্রলয় ছোঁয়া পায়
বাবা মা-কপাল ঠুকে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মল্লিকা রায় ০৫/০১/২০১৫
    আপনার এ সত্য বচনে আক্ষেপ রয়ে গেল মনে----কিছুই হলনা বলা দেখা----অনেক শুভেচ্ছা।
    • জাফর পাঠান ২৪/০১/২০১৫
      ফুলেল শুভেচ্ছা কবিতাটি পড়েছেন বলে, তবে আক্ষেপটি জানা হলোনা ! ভালো থাকুন সতত।
  • ০৪/০১/২০১৫
    সুন্দর ।
  • নাজমুল আহসান ০৪/০১/২০১৫
    সু্নদর লেখা
 
Quantcast