হাসি
হাসি
কেউ বা হাসে হো হো করে কেউ বা হাসে হি হি
সাপের হাসি হিস হিসানি ঘোড়ার হাসি চিঁহি ।
কারও হাসি ভীষণ মোটা কারও হাসি মিহি
মোটা হাসি অট্টহাস্য, সরু হাসি হি হি।
কেউ বা হাসে গোঁফের তলে কেউ বা হাসে অল্প
কেউ বা হাসে প্রাণ খুলে খুব, দিল খোলা তার গল্প।
কারও হাসি সরল খুবই কারও হাসি মিষ্টি
মনটা হাসে খুব গরমে যখন নামে বৃষ্টি।
ফকির হাসে ফোকলা দাঁতে ভগবানের ভরসায়
মেঘের ফাঁকে সূর্য হাসে প্যাচ-প্যাচানি বর্ষায় ।
কেউ বা হাসে বুক ফুলিয়ে কেউ বা হাসে মুচকি
খিলখিলিয়ে শুধুই হাসে পাশের বাড়ির পুচকি।
ছেলের মুখে দেখলে হাসি বুকটা ভরে হর্ষে
হাসছে মানুষ চিন-জাপানে হাসছে ভারতবর্ষে।
হাসি মানেই দাঁতের রাশি হাসি মানেই গল্প
হাসি পেলেই প্রাণ খুলে হাস, হাসিস না কেউ অল্প...
কেউ বা হাসে হো হো করে কেউ বা হাসে হি হি
সাপের হাসি হিস হিসানি ঘোড়ার হাসি চিঁহি ।
কারও হাসি ভীষণ মোটা কারও হাসি মিহি
মোটা হাসি অট্টহাস্য, সরু হাসি হি হি।
কেউ বা হাসে গোঁফের তলে কেউ বা হাসে অল্প
কেউ বা হাসে প্রাণ খুলে খুব, দিল খোলা তার গল্প।
কারও হাসি সরল খুবই কারও হাসি মিষ্টি
মনটা হাসে খুব গরমে যখন নামে বৃষ্টি।
ফকির হাসে ফোকলা দাঁতে ভগবানের ভরসায়
মেঘের ফাঁকে সূর্য হাসে প্যাচ-প্যাচানি বর্ষায় ।
কেউ বা হাসে বুক ফুলিয়ে কেউ বা হাসে মুচকি
খিলখিলিয়ে শুধুই হাসে পাশের বাড়ির পুচকি।
ছেলের মুখে দেখলে হাসি বুকটা ভরে হর্ষে
হাসছে মানুষ চিন-জাপানে হাসছে ভারতবর্ষে।
হাসি মানেই দাঁতের রাশি হাসি মানেই গল্প
হাসি পেলেই প্রাণ খুলে হাস, হাসিস না কেউ অল্প...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪
-
আবিদ আল আহসান ১২/১২/২০১৪হাসতে
-
মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪আমি মুসকি হাসি।
-
অ ১১/১২/২০১৪সুন্দর ।
অনেক ধরনের হাসির পরিচয় পেলাম ।
খুব ভালো লাগলাে